Nandigram: সমবায় সমিতির নির্বাচনেই তুমুল উত্তপ্ত নন্দীগ্রাম

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 25, 2026 | 6:23 PM

Nandigram: এই সমবায় মোট আসন সংখ্যা ৪৫টি। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫টি আসনে জয়লাভ করেছে। বিজেপি ৪০টি আসনে প্রার্থী দিয়েছে। ৪০টি আসনে ভোট হচ্ছে। মোট ১ হাজার ৪০ জন ভোটার।

নন্দীগ্রামে রানিচক সমবায় সমিতি ঘিরে উত্তেজনা গতকাল রাতে তৃণমূল বিজেপি উভয়ে উভয়ের দিকে হামলার অভিযোগ করেছে। আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। নন্দীগ্রাম দু’নম্বর ব্লকের রানিচক সমবায় সমিতি আজ পরিচালন কমিটির নির্বাচন। এই সমবায় মোট আসন সংখ্যা ৪৫টি।
ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫টি আসনে জয়লাভ করেছে। বিজেপি ৪০টি আসনে প্রার্থী দিয়েছে। ৪০টি আসনে ভোট হচ্ছে। মোট ১ হাজার ৪০ জন ভোটার।