Cheap Cars In India: নতুন বছরে সস্তা গাড়ি
Cheap Car In India: নতুন বছরে অনেকেই গাড়ি কেনেন। ১০ লক্ষের মধ্যে আছে বেশ কিছু গাড়ি। এই ভিডিয়োয় রইল সেরকমই কিছু গাড়ির খবর।
নতুন বছরে অনেকেই গাড়ি (Car) কেনেন। ১০ লক্ষের মধ্যে আছে বেশ কিছু গাড়ি। ১০ লাখের মধ্যে মারুতি (Maruti) সুজুকি সেলেরিও। মাইলেজ ২৫.১৭ কিমি প্রতি লিটার। AMT ভেরিয়েন্টের মাইলেজ ২৬.২৩ কিমি প্রতি লিটার। আর সিএনজির(CNG) মাইলেজ ৩৪. ৪৩ কিমি প্রতি কেজি। টাটা আলট্রোজ ভারতের সবথেকে সস্তা ডিজেল গাড়ি। মাইলেজ ২৩.৬৪ কিমি দাম ৬.৬০ লাখ টাকা। মারুতি সেলেরিওর মাইলেজ ২৫.১৭ কিমি দাম ৫.৩৭ লাখ থেকে ৭.১৪ লাখ টাকা।
মারুতি ওয়াগেনর এর মাইলেজ ২৪.৩৫ কিমি দাম ৫.৫৫ লাখ টাকা। মারুতি এস প্রেসোর মাইলেজ ২৪.১২ কিমি দাম ৪.২৬ লাখ টাকা। মারুতি অল্টো কে ১০ এর মাইলেজ ২৪.৩৯ কিমি ৩.৯৯ লাখ টাকা। মারুতি ডিজায়ারের মাইলেজ ২২.৪১ কিমি দাম ৬.৫২ লাখ টাকা। মারুতি সুইফটের মাইলেজ ২২.৫৬ কিমি দাম ৫.৯৯ লাখ টাকা। মারুতি ব্যালেনোর মাইলেজ ২২.৩৫ কিমি দাম ৬.৬১ লাখ টাকা। রেনল্ট কিউইডের মাইলেজ ২২.৩ কিমি দাম ৪.৭০ লাখ টাকা। মারুতি ফ্রনক্স এর ২২.৮৯ কিমি দাম ৭.৪৭ লাখ টাকা।