Panchayat Elections 2023: স্ত্রী নির্দলে, স্বামী শ্রীঘরে!

Panchayat Elections 2023: স্ত্রী নির্দলে, স্বামী শ্রীঘরে!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 06, 2023 | 2:57 PM

ঝুমা নাথ বালি দুর্গাপুর অভয়নগর(দুই) ১৩৩ নম্বর পার্ট এ নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারই খেসারত দিতে গতকাল রাতে নিশ্চিন্দা থানার পুলিশ কোন কারণে তার স্বামী হেমন্ত নাথকে আটক বা অ্যারেস্ট করেন তার কোন কারণ এখনো পর্যন্ত জানাতে পারেননি।

ঝুমা নাথ বালি দুর্গাপুর অভয়নগর(দুই) ১৩৩ নম্বর পার্ট এ নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারই খেসারত দিতে গতকাল রাতে নিশ্চিন্দা থানার পুলিশ কোন কারণে তার স্বামী হেমন্ত নাথকে আটক বা অ্যারেস্ট করেন তার কোন কারণ এখনো পর্যন্ত জানাতে পারেননি। নিশ্চিন্দা থানার ভারপ্রাপ্ত অধিকারীর সঙ্গে কথা বলে জানতে পারা যায় শাসক দলের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা অ্যারেস্ট হয়েছেন। কি কারনে হয়েছে তার জানা নেই প্রশ্নের মুখে পড়ছে শাসক শিবির।নির্দল প্রার্থীরা মনে করছেন শাসক দল পুলিশির সাহায্যে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন । কিন্তু প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেল তার অঞ্চলে তিনিই জিতবেন এই ভয়তেই শাসকদল পুলিশকে হাতিয়ার করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। শাসক শিবির ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। নির্দলের কাছে হাঁরতে হতে পারে সেই কারণে এই ধরনের ঘটনা। গতকাল রাত্রে হেমন্ত নাথ এবং তার আরো এক সঙ্গী গুড্ডু নামে এই দুজনকে অ্যারেস্ট করেন নিশ্চিন্দা থানার পুলিশ। কিন্তু কি কারনে এরেস্ট এখনো পর্যন্ত পরিষ্কার বলতে পারছেন না পুলিশ। প্রার্থী ঝুমা নাথ জানিয়েছেন যেদিন থেকে তিনি নমিনেশন ফাইল করেছেন তারপর থেকেই তার বাড়ির সামনে গভীর রাতে বহিরাগতদের আনাগোনা রয়েছে।পাশাপাশি অঞ্চলে যেখানে যেখানে তার পোস্টার লাগানো হয়েছিল সেইসব পোস্টার,ব্যানার ইত্যাদি ছিড়ে ফেলে দেওয়া হয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে শাসক শিবির কতটা আতঙ্কে রয়েছে হারের ভয়। এই একই কথা জানালেন অন্য আরেক নির্দল প্রার্থী হরি নস্কর পঞ্চায়েত ভোটে হেরে যাওয়ার ভয় শাসক শিবির ভীত সন্ত্রস্ত।তাই নানাবিধ চেষ্টায় দিকে দিকে নির্দল প্রার্থীদের পুলিশি ভয় দেখিয়ে যদি আটকানো যায় তারই চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ দাস বলেন নির্দল প্রার্থীরা সাধারণ ভোটারদের রাতের অন্ধকারে ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস প্রার্থীর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের নিরিখে ভোট দেবেন অতএব নির্দল প্রার্থীদের নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই। তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তি ও মিথ্যা।