Space Marriage: মহাবিশ্বে বিয়ে করতে চান?
আপনি কি মহাবিশ্বে বিয়ে করতে চান ? শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি। মহাকাশেও বিয়ে করতে পারবেন । মহাকাশে বর-কনে পৃথিবীর নানা দৃশ্য দেখার সুযোগও পাবেন।
আপনি কি মহাবিশ্বে বিয়ে করতে চান ? শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি। মহাকাশেও বিয়ে করতে পারবেন । মহাকাশে বর-কনে পৃথিবীর নানা দৃশ্য দেখার সুযোগও পাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে স্পেস পার্সপেক্টিভ কোম্পানি এমন ব্যবস্থা করছে আপনার জন্য। এই জন্য দিতে হবে মোটা টাকা। মহাকাশে ভেসে কার্বন-নিউট্রাল বেলুনে চেপে বিয়ে করতে পারবেন । এমনকি মহাকাশে বিয়ে করার পর থাকবে একটি বিলাসবহুল জাহাজ। সেই জাহাজে পার্টিও করা যাবে। সেখানে বিয়ে করার প্যাকেজে থাকবে ৬ ঘণ্টার স্পেসশিপ নেপচুন ফ্লাইট যাত্রা। স্পেসশিপ নেপচুন ফ্লাইট যাত্রাতে অতিথিদের নিয়ে যাওয়া হবে ১,০০,০০০ ফিট ওপরে। প্রত্যেক আসনের জন্য ১০,২৮৩,২৫০ টাকা দিতে হবে। আবেদন করার জন্য যেতে হবে স্পেস পার্সপেক্টিভের ওয়েবসাইটে। মহাকাশে বিয়ে করার জন্য বিক্রি হয়ে গেছে কয়েক হাজার টিকিটও। রিফ্রেশমেন্ট দেওয়া হবে এই মহাকাশযানে।
এছাড়াও সেখানে থাকবে Wi-Fi এবং ভাসমান লাউঞ্জ।