Flight Ticket Offers: মাত্র ১৪৯৯ টাকায় বিমানের টিকিট

Flight Ticket Offers: মাত্র ১৪৯৯ টাকায় বিমানের টিকিট

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 06, 2023 | 2:45 PM

অনেক সস্তায় পাবেন ভিস্তারা উড়ান সংস্থার টিকিট । বিদেশ ঘুরতে যাওয়ার জন্য মাত্র ১২ হাজার টাকাতেই পেয়ে যাবেন রাউন্ড ট্রিপের টিকিট। বছরের একাধিক সময় ভিস্তারা উড়ান সংস্থা যাত্রীদের বিভিন্ন অফার দেন।

অনেক সস্তায় পাবেন ভিস্তারা উড়ান সংস্থার টিকিট । বিদেশ ঘুরতে যাওয়ার জন্য মাত্র ১২ হাজার টাকাতেই পেয়ে যাবেন রাউন্ড ট্রিপের টিকিট। বছরের একাধিক সময় ভিস্তারা উড়ান সংস্থা যাত্রীদের বিভিন্ন অফার দেন। এবারের ভিস্তারার মনসুন সেল শুরু হয়ে গেছে। ভিস্তারার দাবি, দেশীয় বিমানের টিকিটের জন্য আপনাকে দিতে হবে ১৪৯৯ টাকা। এই সুযোগ পাওয়ার জন্য আপনাকে ৪ জুলাইয়ের মধ্যে টিকিট কেটে ফেলতে হবে। টিকিট বুক করতে পারবেন আগামী বছরের ২৩ মার্চ পর্যন্ত । ভিস্তারার এই মনসুন অফারের জন্য আপনাকে যেতে হবে এই সংস্থার ওয়েবসাইটে। অ্যানড্রয়েড বা আইফোনের আইওএস অ্যাপের মাধ্যমেও আপনি টিকিট কাটতে পারবেন । এছাড়াও কোনও অনলাইন এজেন্সি বা বিমানবন্দরের টিকিট অফিস থেকেও টিকিট কাটতে পারবেন।

Published on: Jul 06, 2023 02:04 PM