Ghatal: লাঠি, তীর ধনুক নিয়ে পঞ্চায়েতে!

Ghatal: লাঠি, তীর ধনুক নিয়ে পঞ্চায়েতে!

TV9 Bangla Digital

| Edited By: Sneha Sengupta

Updated on: Aug 11, 2023 | 9:32 PM

TMC: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা, জানায়ায় গ্রাম পঞ্চায়েত ২৮ টি আসন নিয়ে গঠিত। এই গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ২৩ টি পায় তৃণমূল, বাকি গুলি পায় বিরোধীরা।

কথা দিয়েও কথা রাখেনি তৃণমূল নেতারা, তাই বোর্ড গঠনের আগেই চরম বিশৃঙ্খলা গ্রাম পঞ্চায়েত কার্যালয়। হাতে লাঠি, তীর ধনুক নিয়ে গ্রাম পঞ্চায়েতে পৌঁছে যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তাদের অভিযোগ নির্বাচনের আগে বলা হয়েছিল, প্রার্থী জিতলেই তাকে গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান করা হবে, কিন্তু এখন বোর্ড গঠনের সময় কথা দিয়েও কথা রাখেনি তৃণমূলের নেতারা, তাই তৃণমূলের জয়ী প্রার্থীর অনুগামীরা গ্রাম পঞ্চায়েতের বিক্ষোভ শুরু করল।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা, জানায়ায় গ্রাম পঞ্চায়েত ২৮ টি আসন নিয়ে গঠিত। এই গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ২৩ টি পায় তৃণমূল, বাকি গুলি পায় বিরোধীরা। আর তৃণমূলের এক প্রার্থী বিজলা হাঁসদা ( আদিবাসী সম্প্রদায়ের) মানুষজনের অভিযোগ, নির্বাচনের আগে বলা হয়েছিল যে বিজলা জিতলে তাকে গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান করা হবে, কিন্তু এখন উল্টে কথা, তৃণমূল নেতারা বীজলা কে প্রধান বা উপপ্রধান করার দাবিতে, গ্রাম পঞ্চায়েত কার্যালয় হাতে লাঠি সোটা তীর ধনুক নিয়ে উপস্থিত, বিজলার অনুগামীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনী।