AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Africa-র আর এক দেশ থেকে ভারতে আসছে Cheetah, থাকবে কুনোয়

Africa-র আর এক দেশ থেকে ভারতে আসছে Cheetah, থাকবে কুনোয়

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Nov 21, 2025 | 11:41 AM

Share

Kuno Wildlife Sanctuary: এবার আফ্রিকার তৃতীয় দেশ হিসাবে বত্‍‍সোয়ানা থেকেও ভারতে আসছে ৮ চিতা। তাদের রাখা হবে থাকবে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানেই। নতুন বছরেই ভারতে এসে যাবেন অতিথিরা। আবার মধ্যপ্রদেশের কুনোয় শুরু হয়েছে চিতা সাফারি।

প্রথমবার ২০২২ সালে নামিবিয়া থেকে ভারতে নিয়া আসা হয়েছিলও চিতা। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা থেকেও আমাদের দেশে এসেছে একাধিক চিতা। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে রাখা হয়েছিল সেই চিতাদের। কিছু চিতা মারা গেলেও সম্প্রতি জন্ম হয়েছে ১৬টা চিতার। সব মিলিয়ে এখন কুনো জাতীয় উদ্যানে রয়েছে ২৪টি চিতা। আরও ৩টে চিতা রয়েছে গান্ধীসাগর অভয়ারণ্যে।

আর এবার আফ্রিকার তৃতীয় দেশ হিসাবে বত্‍‍সোয়ানা থেকেও ভারতে আসছে ৮ চিতা। তাদের রাখা হবে থাকবে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানেই। নতুন বছরেই ভারতে এসে যাবেন অতিথিরা। আবার মধ্যপ্রদেশের কুনোয় শুরু হয়েছে চিতা সাফারি।

Published on: Nov 21, 2025 11:39 AM