গ্রেফতারের আগে TV9 বাংলার সাক্ষাৎকারে বিস্ফোরক ছত্রধর মাহাতো

গ্রেফতারের আগে TV9 বাংলার সাক্ষাৎকারে বিস্ফোরক ছত্রধর মাহাতো

সৌরভ পাল |

Mar 29, 2021 | 11:28 PM

ছত্রধর টিভি নাইনকে বলেছিলেন, “যে সব ধারা দিয়ে আটকে রাখার চেষ্টা করছে, এর কি যুক্তি আছে? দশ বছর জেলে ছিলাম। তখন কি ওরা ঘুমাচ্ছিল?”

মধ্য রাতে হানা দিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক ছত্রধর মাহাতোকে (Chhatradhar Mahato) রবিবার গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (NIA)। সবে মাত্র প্রথম দফার ভোট শেষ হয়েছে। দ্বিতীয় দফার ভোট হতে দু’দিন বাকি। তার মধ্যেই ছত্রধরের গ্রেফতারি ঘিরে স্বভাবতই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান-উতর। তবে, এনআইএ যে তাঁকে যে কোনও মুহূর্তে গ্রেফতার করতে পারে, সে আশঙ্কা ছত্রধরের ছিলই। তাঁর এই আশঙ্কার কথা গ্রেফতারের আগে টিভি নাইন বাংলাকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। আর এই আশঙ্কার পিছনে বিজেপির পরিষ্কার হাত রয়েছে বলেও সে দিন অভিযোগ করেছিলেন ছত্রধর।

দীর্ঘ সাক্ষাৎকারে টিভি নাইন বাংলাকে ছত্রধর জানিয়েছিলেন, ১০ বছরের আগে যে ধারায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল, তাতে আবার নতুন নতুন ধারা যোগ করে এখন তাঁর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

Published on: Mar 29, 2021 11:27 PM