SIR in Bengal: মৃত ও অসুস্থ BLO-দের জন্য ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Mamata Banerjee: বেড়েছে এসআইআরের সময়সীমা। নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার আবার মৃত ও অসুস্থ বিএলও-দের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে বিএলও-রা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ২ লক্ষ ও অসুস্থদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা।
কলকাতা: কাজের চাপ নিয়ে বিএলও-দের ক্ষোভের অন্ত নেই। বারবার প্রতিবাদে ফেটে পড়েছেন তাঁরা। এরইমধ্যে বেড়েছে এসআইআরের সময়সীমা। নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার আবার মৃত ও অসুস্থ বিএলও-দের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে বিএলও-রা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ২ লক্ষ ও অসুস্থদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা। পাশাপাশি এসআইআর আতঙ্কে যারা মারা গিয়েছেন তাঁদের জন্যও একই ঘোষণা মমতা বন্দ্য়োপাধ্যায়ের। মঙ্গলবার নবান্ন থেকে রাজ্যে উন্নয়নের খতিয়ান দেন মমতা। তারই শেষ লগ্নে এসআইআর প্রসঙ্গে কথা বলার সময় এই ক্ষতিপূরণের ঘোষণা করেন তিনি।
Latest Videos

