হঠাৎ কবর খুঁড়ে শিশুর দেহ বের করা হল কেন?

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 28, 2025 | 2:48 PM

Arambagh: কবর খুঁড়ে দেহ তোলার সময় উপস্থিত ছিলেন আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক। ছিলেন পুলিশ আধিকারিকরা। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ তোলা হয়েছে। হাসপাতালে সংরক্ষিত করা হয়েছে সেই দেহ। ডিএনএ পরীক্ষা করা হতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কবরস্থানে পৌঁছে যায় পুলিশ বাহিনী। উপস্থিত ছিল শিশুর পরিবারও। মাটি খুঁড়ে মৃত শিশুর দেহ তোলা হয়। আরামবাগের বড়ডোঙ্গলের বসন্তবাটি এলাকায় কবর থেকে দেহ বের করা হয়। সদ্যোজাতকে কবর দেওয়া হয়েছিল কয়েকদিন আগেই। সেই দেহ তুলে পরীক্ষা করা হবে এবার। কারণ আরামবাগ মেডিক্যাল কলেজে উঠেছে একটা বড় অভিযোগ। শিশু চুরি না শিশু বদলে দেওয়া হল? উঠেছে প্রশ্ন। হাসপাতাল ইতিমধ্যেই ভুল স্বীকার করেছে।

Published on: Nov 28, 2025 01:06 PM