India China News: কেন মলদ্বীপের দিকে এগোচ্ছে চিনা জাহাজ?

rahul Sadhukhan |

Jan 25, 2024 | 2:06 PM

মলদ্বীপের দিকে এগোচ্ছে চিনা জাহাজ। উত্তেজনার পরিস্থিতি ভারতীয় উপকূলে। গণতন্ত্র দিবসের আগে চিন্তার ভাঁজ নয়া দিল্লিতে।

মলদ্বীপের দিকে এগোচ্ছে চিনা জাহাজ। উত্তেজনার পরিস্থিতি ভারতীয় উপকূলে। মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুর সাম্প্রতিক চিন সফর ও চিন মলদ্বীপ সম্পর্কের নতুন সমীকরণেই কী চিনের জাহাজ মলদ্বীপের অভিমুখে? গণতন্ত্র দিবসের আগে চিন্তার ভাঁজ নয়া দিল্লিতে।

২০২৩ নভেম্বরে মলদ্বীপে ক্ষমতায় আসেন মহম্মদ মুইজ্জু। ২০২৩এর শেষ দিকে লাক্ষাদ্বীপ সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে লাক্ষাদ্বীপ পর্যটনে আগ্রহ জানান। এতেই চটে যায় ভারতীয় পর্যটকদের ‘ফেভারিট ডেস্টিনেশন’ মলদ্বীপের কিছু মন্ত্রী। তাঁরা সোশাল মিডিয়ায় মোদী ও ভারতের কটাক্ষ ও উপহাস করেন। ফল স্বরূপ ‘বয়কট মলদ্বীপ’ ডাক ওঠে ভারত জুড়ে। তারপর থেকেই ভারত মলদ্বীপ সম্পর্কের অবনতি ঘটতে থাকে। মলদ্বীপ থেকে ৮০ হাজার ভারতীয় সেনা প্রত্যাহার করতে বলে মলদ্বীপ প্রশাসন। চিন ঘনিষ্ঠতা বাড়তে থাকে মলদ্বীপের। তবে কি এবার সেই সমীকরণেই চিনা জাহাজ মলদ্বীপ অভিমুখে?

জানা যাচ্ছে জাহাজটি নাকি যুদ্ধজাহাজ নয়? জাহাজটি নাকি গবেষণার জন্য ভাসছে ভারত মহাসাগরের জলে। প্রশ্ন ঘুরছে ভারত সহ উপমহাদেশের বেশ কিছু দেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মাথায়।

জাহাজটির নাম সিয়াং ইয়াং হং ০৩। এটি প্রকাশ্যে একটি গবেষণা জাহাজ। কিন্তু আড়ালে কি ভারত মহাসাগরে গোপনে নজরদারি চালাচ্ছে সিয়াং ইয়াং হং ০৩। ২০২২ এর আগে পর্যন্ত এই ধরনের চিনা জাহাজ শ্রীলঙ্কা উপকূলে দেখা যেত। ২০২২ এর পর থেকে চিনা জাহাজ শ্রীলঙ্কায় দেখা যায় না তারপর এই জাহাজ দেখায় উদ্বেগ তাই স্বাভাবিক। তবে ভারতীয় সামরিক বাহিনীর একটি সূত্রের খবর জাহাজটির গতিবিধির ওপরে কড়া নজর রাখা হচ্ছে।

Houthis Problem: ভারতে কেন বাড়বে সূর্যমুখী তেলের দাম?
Raj-Subhashree, Tollywood Movie: বুদ্ধদেব গুহর গল্প অবলম্বনে ‘বাবলি’ ছবির শুটিং
Houthis Problem: ভারতে কেন বাড়বে সূর্যমুখী তেলের দাম?
Raj-Subhashree, Tollywood Movie: বুদ্ধদেব গুহর গল্প অবলম্বনে ‘বাবলি’ ছবির শুটিং