Flood, Nadia School: শিক্ষার এই হাল! ল্যাটা মাছ ধরছে ছাত্ররা

| Edited By: সোমনাথ মিত্র

Jul 18, 2025 | 4:37 PM

নদিয়ার চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়ের ছবি দেখে চোখ কপালে উঠবে অনেকেরই। ক্লাসরুম জুড়ে হাঁটুসমান জল। সেই জলে বসেই পড়াশোনা করছে খুদে পড়ুয়ারা। মিড ডে মিল? সেটাও চলছে এই জমা জলের মধ্যেই। দুর্গন্ধে নাক কুঁচকে উঠছে সকলের। আর এর মধ্যেই নতুন অতিথি—এক ল্যাটা মাছ! ক্লাসরুমে হঠাৎ মাছ দেখে পড়ুয়ারা হুড়োহুড়ি করে ধরতে নামে। কেউ পিছলে পড়ছে, […]

নদিয়ার চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়ের ছবি দেখে চোখ কপালে উঠবে অনেকেরই। ক্লাসরুম জুড়ে হাঁটুসমান জল। সেই জলে বসেই পড়াশোনা করছে খুদে পড়ুয়ারা।

মিড ডে মিল? সেটাও চলছে এই জমা জলের মধ্যেই। দুর্গন্ধে নাক কুঁচকে উঠছে সকলের।

আর এর মধ্যেই নতুন অতিথি—এক ল্যাটা মাছ! ক্লাসরুমে হঠাৎ মাছ দেখে পড়ুয়ারা হুড়োহুড়ি করে ধরতে নামে। কেউ পিছলে পড়ছে, কারও জামাকাপড় ভিজে একসা।

এই অবস্থায় পড়াশোনার মান বা ছাত্রছাত্রীদের মনোসংযোগ, তা নিয়ে প্রশ্ন থাকছেই।

শিক্ষকরা জানিয়েছেন, বর্ষায় এই দৃশ্য নতুন কিছু নয়। স্কুল কর্তৃপক্ষের তরফে প্রশাসনের কাছে বারবার জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি।

কী বলছেন শিক্ষকরা? শুনুন তাঁদের মুখেই। দেখুন ভিডিয়ো।