CM Mamata Banerjee: ‘গণতন্ত্র বিপন্ন’, সংবিধান দিবসে মুখ খুললেন মমতা
তিনি আরও বলেন, "SIR এর পর আমাদের ৪০০ নোটিস পাঠিয়েছে। আপনারা চার কোটি নোটিস পাঠান। তবু আমরা লড়ে নেব। এদের জন্য ধিক্কার দেওয়া ছাড়া আমার কিছু নেই। দেশের এই অবস্থা। একপক্ষ চলছে। কোথায় নিরপেক্ষতা? ২০২৯ কোনও ভাবেই আসবে না। তার আগেও পড়ে যেতে পারে সরকার।"
আজ ছিল সংবিধান দিবস। সেই সংবিধান দিবসেই এবার বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, “আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ধর্ম নিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে। জাতি-জাতিতে ভাগ করা হচ্ছে। আজ নিপিড়িত হচ্ছে। কুৎসিত ভাষায় আক্রমণ হচ্ছে। তা সে যাই হোক না কেন।” তিনি আরও বলেন, “SIR এর পর আমাদের ৪০০ নোটিস পাঠিয়েছে। আপনারা চার কোটি নোটিস পাঠান। তবু আমরা লড়ে নেব। এদের জন্য ধিক্কার দেওয়া ছাড়া আমার কিছু নেই। দেশের এই অবস্থা। একপক্ষ চলছে। কোথায় নিরপেক্ষতা? ২০২৯ কোনও ভাবেই আসবে না। তার আগেও পড়ে যেতে পারে সরকার।”