বুলা চৌধুরীকে কেন প্রেম করতে বারণ করেছিলেন মুখ্যমন্ত্রী?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বুলা একবার আমার কাছে এসেছিল। অপ্রিয় সত্য হলেও বলে দিই। ও এসে বলল, দিদি আমার অর্জুন (পুরস্কার) চাই। আমি বললাম, তোমায় দেব, তবে একটা শর্তে। তুমি ৮ মাস প্রেম-ট্রেম করবে না, ৮ মাস কমনওয়েলথের জন্য প্রিপারেশন নেবে।"
বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট টিমের সদস্য রিচা ঘোষকে সম্বর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পরিয়ে দেন সোনার চেন। এরপর রিচার হাতে বঙ্গভূষণ ট্রফিও তুলে দেন। রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট পদে চাকরির প্রস্তাবও দেওয়া হয়েছে। বাংলার খেলাধুলো সংস্কৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বুলা একবার আমার কাছে এসেছিল। অপ্রিয় সত্য হলেও বলে দিই। ও এসে বলল, দিদি আমার অর্জুন (পুরস্কার) চাই। আমি বললাম, তোমায় দেব, তবে একটা শর্তে। তুমি ৮ মাস প্রেম-ট্রেম করবে না, ৮ মাস কমনওয়েলথের জন্য প্রিপারেশন নেবে। ৮টায় ৬টা জিততে হবে। তুমি নিশ্চয়ই পাবে। ও কথা রেখেছিল, সত্যিই করে দেখিয়েছিল।”