AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ধূমকেতু নাকি মহাকাশযান? এবার UFO দাবি করছেন হার্ভার্ডের গবেষকরা!

ধূমকেতু নাকি মহাকাশযান? এবার UFO দাবি করছেন হার্ভার্ডের গবেষকরা!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Dec 04, 2025 | 7:26 PM

Share

Comet or Spaceship: অবশ্য শুধু আমেরিকায় দেখা গিয়েছে, এমন নয়। আমাদের দেশেও এমন অনেক কিছু অনেক সময় দেখা গিয়েছে। এই যেমন ২০০৭ সালে কলকাতার আকাশে নাকি দেখা গিয়েছিল ফায়ারবল। এ ছাড়াও কয়েকদিন আগেই ইম্ফল বিমানবন্দরের কাছে নাকি দেখা গিয়েছে ইউএফও, রিপোর্ট আসে এমনই।

ভিনগ্রহে কি প্রাণের অস্তিত্ব রয়েছে কি? তা নিয়ে যদিও আমাদের মনে কৌতুহলের অন্ত নেই। তবে, এই বিষয়ে সম্ভবত আমেরিকার মানুষের উৎসাহ একটু বেশি। হিসাব বলছে, এখনও পর্যন্ত দাবি করা হয়েছে আমেরিকায় নাকি ১ লক্ষ ২৬ হাজার বার দেখা গিয়েছে ইউএফও বা আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট।

অবশ্য শুধু আমেরিকায় দেখা গিয়েছে, এমন নয়। আমাদের দেশেও এমন অনেক কিছু অনেক সময় দেখা গিয়েছে। এই যেমন ২০০৭ সালে কলকাতার আকাশে নাকি দেখা গিয়েছিল ফায়ারবল। এ ছাড়াও কয়েকদিন আগেই ইম্ফল বিমানবন্দরের কাছে নাকি দেখা গিয়েছে ইউএফও, রিপোর্ট আসে এমনই। যদিও আকাশে উড়ে রাফাল কিন্তু কিছু খুঁজে পায়নি।

কিন্তু এবার, রহস্য ঘনিয়ে উঠছে ৩আই/অ্যাটলাসকে নিয়ে। তবে কি এবার সত্যিই সৌরজগতে ঢুকে পড়েছে ভিনগ্রহের প্রাণীরা? এই ৩আই/অ্যাটলাস দেখতে নাকি ধুমকেতুর মতো। আসলে কি এটা একটা মহাকাশযান?

Published on: Dec 04, 2025 12:34 PM