e বিজেপি-তৃণমূল আঁতাত রয়েছে? বিস্ফোরক মৌসম - Bengali News | Congress leader Mausam Noor alleges TMC BJP secret agreement | TV9 Bangla News

বিজেপি-তৃণমূল আঁতাত রয়েছে? বিস্ফোরক মৌসম

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 30, 2026 | 7:31 PM

তাঁর পরিবার কংগ্রেসের। তাঁরও রাজনীতিতে হাতেখড়ি কংগ্রেসের হাত ধরে। সেই মৌসম নূর বছর ছয়েক আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। রাজ্যসভার সাংসদ-ও হন। কিছুদিন আগে ফিরে এসেছেন কংগ্রেসে। আর কংগ্রেসে ফিরে এসেই তৃণমূলকে নিশানা করলেন মৌসম। তাঁর অভিযোগ, মুসলিমদের ব্যবহার করছে তৃণমূল। এসআইআর নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। বিষয়টি নাটক বলে কটাক্ষ করলেন মৌসম। বিজেপির সঙ্গে তৃণমূলের আঁতাত রয়েছে বলে অভিযোগ করলেন। মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে বলে তিনি আক্রমণ করেন। পাল্টা মৌসমকে কটাক্ষ করেছে তৃণমূল। মৌসমের আয়নায় মুখ দেখা উচিত বলে মন্তব্য করেন কৃষেন্দুনারায়ণ চৌধুরী।

তাঁর পরিবার কংগ্রেসের। তাঁরও রাজনীতিতে হাতেখড়ি কংগ্রেসের হাত ধরে। সেই মৌসম নূর বছর ছয়েক আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। রাজ্যসভার সাংসদ-ও হন। কিছুদিন আগে ফিরে এসেছেন কংগ্রেসে। আর কংগ্রেসে ফিরে এসেই তৃণমূলকে নিশানা করলেন মৌসম। তাঁর অভিযোগ, মুসলিমদের ব্যবহার করছে তৃণমূল। এসআইআর নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। বিষয়টি নাটক বলে কটাক্ষ করলেন মৌসম। বিজেপির সঙ্গে তৃণমূলের আঁতাত রয়েছে বলে অভিযোগ করলেন। মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে বলে তিনি আক্রমণ করেন। পাল্টা মৌসমকে কটাক্ষ করেছে তৃণমূল। মৌসমের আয়নায় মুখ দেখা উচিত বলে মন্তব্য করেন কৃষেন্দুনারায়ণ চৌধুরী।