গ্রামবাসীর সঙ্গে এ কী ব্যবহার BLO-র, আঙুল উঁচিয়ে কী বললেন…
ভোটারদের বাড়ি যাচ্ছেন না, নিজের বাড়িতে বসেই ফর্ম বিলি করছেন। এমনই অভিযোগ উঠেছিল বিএলও-র বিরুদ্ধে। আর এবার সেই বিএলও-র ভিডিয়ো ভাইরাল। উঠল আরও অভিযোগ। যেভাবে তিনি কথা বললেন গ্রামবাসীর সঙ্গে, তা দেখে অবাক বাসিন্দারা।
বিক্ষোভের জেরে ফর্ম বিলি শুরু করলেও বিতর্ক এড়াতে পারলেন না বিএলও। মেজাজ হারিয়ে ভোটারদের উপর চোটপাট করছেন, এই ছবিই ধরা পড়ল এবার। রীতিমতো আঙুল তুলে মহিলা ভোটারের উপর চীৎকার শুরু করেছেন তিনি। ভিডিয়ো সামনে এসেছেন ইতিমধ্যেই।
শুধুমাত্র তৃণমূলের বিএলএ-কে সঙ্গে নিয়ে ফর্ম বিলি করার অভিযোগ উঠেছিল এই বিএলও-র বিরুদ্ধে। অভিযোগ, কুলপির ওই বিএলও নাকি বাড়িতে বসে ক্যাম্প করে ফর্ম দিচ্ছিলেন। গ্রামবাসীদের অনেকেই ফর্ম পাননি। বিএলও-র বাড়িতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিএলও-র দাবি, অন্য দলের এজেন্টদের জানানো হলেও তারা আসেনি।