‘সাহস মনে গুলি চালানো নয়’, বড় বার্তা বিদায়ী ডিজি রাজীব কুমারের
সৎ সাহস থাকলে সমস্ত সমস্যার মোকাবিলা করা সম্ভব। সাহস মানে গুলি চালানো নয়, মানুষ মারা নয়। নিজের বিদায় সংবর্ধনায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য ডিজি রাজীব কুমারের। তাঁর বক্তব্য, বাংলার প্রাণহানি ছাড়াই সমস্যার মোকাবিলা করছে পুলিশ। অন্য রাজ্যের তুলনায় বাংলার সামনে চ্যালেঞ্জ বেশি, মত রাজীব কুমারের।
কলকাতা: সৎ সাহস থাকলে সমস্ত সমস্যার মোকাবিলা করা সম্ভব। সাহস মানে গুলি চালানো নয়, মানুষ মারা নয়। নিজের বিদায় সংবর্ধনায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য ডিজি রাজীব কুমারের। তাঁর বক্তব্য, বাংলার প্রাণহানি ছাড়াই সমস্যার মোকাবিলা করছে পুলিশ। অন্য রাজ্যের তুলনায় বাংলার সামনে চ্যালেঞ্জ বেশি, মত রাজীব কুমারের।
নিজের বিদায়ী ভাষণে রাজীব কুমার বললেন, “আমরা আমাদের লাইন অফ ডিউটিতে প্রাণ দিতে প্রস্তুত থাকি, এর জন্য আমরা গর্বিত। এটা আসে সৎ সাহস থেকেই। আমাদের অনেক সমস্যা ফেস করতে হয়। তার মধ্যে যদি আমরা সৎ সাহস বজায় রাখি তাহলে সমস্যা মোকাবিলা করতে সুবিধা হয়।” কথা প্রসঙ্গেই বলেন, “সাহস মানে গুলি চালানো, লোককে মারা নয়। সাহস মানে রুখে দাঁড়িয়ে যাওয়া, নিজের সিদ্ধান্তে অনড় থাকা।”
Published on: Jan 29, 2026 05:54 PM