Courier Fraud: ক্যুরিয়রে আসার কথা ছিল পার্সেল,তার আগেই আসে একটা লিঙ্ক, তারপর?

Courier Fraud: ক্যুরিয়রে আসার কথা ছিল পার্সেল,তার আগেই আসে একটা লিঙ্ক, তারপর?

Nandan Paul

|

Updated on: Dec 07, 2023 | 7:00 PM

Courier Fraud: অভিনব জালিয়াতিতে ১ কোটি হারালেন ৬৬ বছরের এক ব্যক্তি। বেঙ্গালুরুর দেবাশীষ দাসের ফোনে কার্তিকেয়র ফোন আসে। কার্তিকেয় নিজেকে একটি বিখ্যাত কুরিয়ারের কর্মী বলে দাবি করেন। দেবাশীষকে বলা হয় তাঁর বিরুদ্ধে মুম্বইয়ে মামলা হয়েছে। একটি পার্সেল পাঠানোর দায়ে অভিযুক্ত তিনি।

অভিনব জালিয়াতিতে ১ কোটি হারালেন ৬৬ বছরের এক ব্যক্তি। বেঙ্গালুরুর দেবাশীষ দাসের ফোনে কার্তিকেয়র ফোন আসে। কার্তিকেয় নিজেকে একটি বিখ্যাত কুরিয়ারের কর্মী বলে দাবি করেন। দেবাশীষকে বলা হয় তাঁর বিরুদ্ধে মুম্বইয়ে মামলা হয়েছে। একটি পার্সেল পাঠানোর দায়ে অভিযুক্ত তিনি।

কী ছিল পার্সেলে? ৬ টি ক্রেডিট কার্ড, ৫ টি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ও ৯৫০ গ্রাম নিষিদ্ধ পদার্থ। ভিত্তিহীন কথা প্রথমে বিশ্বাস করেননি দেবাশীষ দাস। ফোনের ওপারের স্ক্যামার স্কাইপ কলে আন্ধেরির পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ করতে বলে। দেবাশীষ দাসের ফোনে একটি লিঙ্ক আসে।

লিঙ্ক খুলতেই এক ব্যক্তি নিজেকে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম অফিসার প্রদীপ সাওয়ান্ত হিসাবে পরিচয় দেন। ওই ব্যক্তি দেবাশীষকে বলেন মামলা থেকে অব্যহতি পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ পুলিশকে দিতে। ৬৬ বছরের দেবাশীষ বিভ্রান্ত হয়ে নিজের ব্যাঙ্কের সব তথ্য দিয়ে দেন। কিছুক্ষণের মধ্যে তাঁর এসবিআই অ্যাকাউন্ট থেকে ১.৫২ কোটি টাকা RTGS এ পিএনবির একটি অ্যাকাউন্টে চলে যায়। তারপর প্রতারকদের ফোন বন্ধ।