Dev Anand Gossip: কালো পোশাকে ‘না’ দেব আনন্দের
কালো রঙের পোশাক অনেকেই পরতে পছন্দ করেন। কিন্তু সুপারস্টার দেব আনন্দকে আদালত নির্দেশ দেয়, কালো পোশাক না পরার জন্য। তাই আদালতের নির্দেশের পর, তিনি রঙিন পোশাক পরতেন। তারপর থেকেই দেব আনন্দ আদালতের সেই নির্দেশ মেনে চলেন।
কালো রঙের পোশাক অনেকেই পরতে পছন্দ করেন। কিন্তু সুপারস্টার দেব আনন্দকে আদালত নির্দেশ দেয়, কালো পোশাক না পরার জন্য। তাই আদালতের নির্দেশের পর, তিনি রঙিন পোশাক পরতেন। কিন্তু দেব আনন্দকে কেন বারণ করা হয় কালো পোশাক পরার জন্য? রিপোর্ট অনুযায়ী,পানি ছবি রিলিজের পর অনেক তরুণীদের দেব আনন্দকে দেখে খুব ভাল লেগে যায়। ওই ছবিতে তিনি ব্ল্যাক স্যুট পরেছিলেন। কালো পোশাকে দেব আনন্দকে দেখার জন্য রাস্তায় ভিড় হয়ে যেত। এমনকি তাঁকে দেখার জন্য এক যুবতী ছাদ থেকে ঝাঁপ দেন। রিপোর্ট অনুযায়ী, সেই যুবতী মারা যায়। কিন্তু অফিসিয়াল রেকর্ড থেকে সেরকম কিছু জানা যায়নি। তখন আদালত আনন্দকে কালো পোশাক না পরার জন্য নির্দেশ দেয়।
তারপর থেকেই দেব আনন্দ আদালতের সেই নির্দেশ মেনে চলেন।। কিন্তু দেব আনন্দকে কেন বারণ করা হয় কালো পোশাক পরার জন্য? রিপোর্ট অনুযায়ী,পানি ছবি রিলিজের পর অনেক তরুণীদের দেব আনন্দকে দেখে খুব ভাল লেগে যায়। ওই ছবিতে তিনি ব্ল্যাক স্যুট পরেছিলেন। কালো পোশাকে দেব আনন্দকে দেখার জন্য রাস্তায় ভিড় হয়ে যেত। এমনকি তাঁকে দেখার জন্য এক যুবতী ছাদ থেকে ঝাঁপ দেন। রিপোর্ট অনুযায়ী, সেই যুবতী মারা যায়। কিন্তু অফিসিয়াল রেকর্ড থেকে সেরকম কিছু জানা যায়নি। তখন আদালত আনন্দকে কালো পোশাক না পরার জন্য নির্দেশ দেয়।
তারপর থেকেই দেব আনন্দ আদালতের সেই নির্দেশ মেনে চলেন।