AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডার আক্রান্তদের করোনা টীকা

aryama das

|

Updated on: May 10, 2021 | 6:24 PM

Share

অ্য়াপোলো হাসপাতাল কর্তৃপক্ষ অটিজম স্পেকট্রাম ডিজ়অর্ডারে আক্রান্ত ৫০ জন ১৮ ঊর্ধ্ব কিশোরকে করোনা ভ্যাকসিনের প্রথম টিকাকরণ করালেন।

অটিজ়ম। এই রোগের ক্ষেত্রে থাকে না রোগীদের মধ্যে বিপদের অনুভূতি। তাই তাঁদের ক্ষেত্রে করোনার জন্য মাস্ক পরা বা বারবার হাত ধুয়ে স্যানিটাইজ় করা কিংবা দূরত্ব বজায় রাখা, এসব কোনওটাই সম্ভব হয়ে ওঠে না। তাছাড়াও টিকা নেওয়ার লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁরা হয়ে ওঠেন অস্থির। আর সেই কারণে অ্য়াপোলো হাসপাতাল কর্তৃপক্ষ অটিজম স্পেকট্রাম ডিজ়অর্ডারে আক্রান্ত ৫০ জন ১৮ ঊর্ধ্ব কিশোরকে করোনা ভ্যাকসিনের প্রথম টিকাকরণ করালেন। চিকিৎসকদের মতে অ্যাপোলের দেখানো পথে যদি এগিয়ে আসেন অন্যান্য সংস্থা ও ভ্যাক্সিনেশন সেন্টার, তাহলে মানসিক ও শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত বিশেষ চাহিদাসম্পন্ন মানুষজনদের উপকার হবে।