Tamilnadu Liquor Price: বাজার থেকে গায়েব সস্তার মদ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 30, 2023 | 1:22 PM

সারা দেশে উৎসবের মরশুমে মদের বিক্রি বেড়ে যায়। দেশের সবচেয়ে বেশি বিক্রি হয় হুইস্কি ও বিয়ারের। আবগারি শুল্কের সর্বাধিক আসে কম দামের হুইস্কি ও বিয়ার থেকে। বর্তমানে তামিলনাড়ুর সরকারি দোকানে পাওয়া যাচ্ছে না কম দামের মদ। বাধ্য হয়েই বেশি টাকা দিয়ে মদ কিনতে হচ্ছে গ্রাহকদের।

সারা দেশে উৎসবের মরশুমে মদের বিক্রি বেড়ে যায়। দেশের সবচেয়ে বেশি বিক্রি হয় হুইস্কি ও বিয়ারের। আবগারি শুল্কের সর্বাধিক আসে কম দামের হুইস্কি ও বিয়ার থেকে। বর্তমানে তামিলনাড়ুর সরকারি দোকানে পাওয়া যাচ্ছে না কম দামের মদ। বাধ্য হয়েই বেশি টাকা দিয়ে মদ কিনতে হচ্ছে গ্রাহকদের।

সুরাপ্রেমীদের ২৫% কে মদের জন্য বোতলপ্রতি ১০০ টাকা পর্যন্ত অতিরিক্ত দিতে হচ্ছে। তামিলনাড়ুর সরকার পরিচালিত মদের দোকানে বোতল প্রতি মদের দাম ছিল ১৪০ টাকা। এখন বোতল প্রতি ১৬০ থেকে ২৪০ টাকা পর্যন্ত বেশি খরচ করতে হচ্ছে সুরাপ্রেমীদের। সরকারি দোকানে মদের যোগানও কমে যাচ্ছে। তামিলনাড়ুর একাধিক জেলায় তৈরি হয়েছে মদের সংকট। চেন্নাই সেন্ট্রালে মদের স্টক থাকলেও কাঞ্চিপুরম এবং তিরুভাল্লুতে মদের আকাল দেখা দিয়েছে। ইথানলের দাম বেড়েছে সস্তার মদের তাই আকাল। তামিলনাড়ুর আবগারি শুল্কের ৪০% আসে সস্তার সাধারণ মদ থেকে। অগাস্ট থেকে চালের ইথানলের ক্রয় মূল্য ৪.৭৫ টাকা থেকে বেড়ে ৬০.২৯ টাকা হয়েছে। ভুট্টা থেকে তৈরি ইথানালের দাম ৬.০১ টাকা থেকে বেড়ে হয়েছে ৬২.৩৬ টাকা। ইথানলের এই মূল্য বৃদ্ধি জ্বালানিতে ব্যবহৃত ইথানলের কারনে। কিন্তু শস্য থেকে তৈরি ইথানালের দাম বেড়ে যাওয়ায় ডিস্টিলারিগুলির অবস্থা খারাপ হয়েছে।