Special Series On Cyber Crime: সস্তায় জিনিস পাচ্ছেন? জালিয়াতির শিকার হতে পারেন

rahul Sadhukhan |

Dec 19, 2023 | 8:00 PM

কথায় বলে সস্তার তিন অবস্থা। মাঝেমাঝেই আমরা দেখি কোনও দামি ব্র্যান্ডের একাধিক প্রোডাক্ট অবিশ্বাস্য কম দামে দিচ্ছে কোনও ওয়েবসাইট। আর সেই লিঙ্কে ক্লিক করার পরেই জালিয়াতরা শুরু করে এক মাইড গেম। কী সেই ছক দেখুন আজকের ৫ম পর্বে।

কথায় বলে সস্তার তিন অবস্থা। সাইবার দুনিয়ায় সস্তা জিনিস দেখলে তৎক্ষণাৎ সাবধান। মাঝেমাঝেই আমরা দেখি কোনও দামি ব্র্যান্ডের একাধিক প্রোডাক্ট অবিশ্বাস্য কম দামে দিচ্ছে কোনও ওয়েবসাইট। আর সেই লিঙ্কে ক্লিক করার পরেই জালিয়াতরা শুরু করে এক মাইড গেম। কী সেই ছক দেখুন আজকের ষষ্ঠ পর্বে।

 

আদতে কেমন হয় পরিস্থিতিটা? আপনার কোন দুর্বলতার সুযোগ নেয় প্রতারকরা? কোনও লিঙ্ক ক্লিক করে ফোন সম্পর্কিত তথ্য, ব্যাঙ্কিং অ্যাকাউন্টের তথ্য ও অন্যান্য পারমিশন দেবার সময়ে একদম তাড়াহুড়ো করবেন না।

সম্প্রতি কলকাতায় হল সাইবার সন্ত্রাসবাদ ও অনলাইন সুরক্ষা নিয়ে একটি ত্রিপাক্ষিক কনক্লেভ।

কনক্লেভে ছিলেন রাজ্য পুলিসের সাইবার সেলের শীর্ষ কর্তারা, রাজ্য তথ্য প্রযুক্তি ও তথ্য সুরক্ষা মন্ত্রকের উচ্চ পর্যায়ের কর্তারা ও ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।