Balurghat News: আত্রেয়ীতে ভেসে উঠল দেহ

| Edited By: Tapasi Dutta

Oct 25, 2023 | 6:39 PM

একাদশীর সকালে আত্রেয়ী নদীতে থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। বুধবার সকালে স্থানীয়দের বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায়। এদিন বালুরঘাট শহরের সাহেব কাছারি এলাকায় মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ।

একাদশীর সকালে আত্রেয়ী নদীতে থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। বুধবার সকালে স্থানীয়দের বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায়। এদিন বালুরঘাট শহরের সাহেব কাছারি এলাকায় মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। মৃত যুবকের নাম রুদ্র বিশ্বাস(২৭)। বাড়ি বালুরঘাট শহরের উত্তমাশায়। পেশায় টোটো চালক।

কি করে ওই যুবকের দেহ আত্রেয়ী নদীতে এলো তা নিয়ে ধন্দে পুলিশ। এদিকে গতকাল রাত থেকেই ওই যুবক নিখোঁজ ছিল বলে খবর। এমনকি ওই যুবক এদিকে বালুরঘাট থানার পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়৷

এদিকে মৃতদেহ শনাক্তের পর পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে বালুরঘাট জেলা হাসপাতালে যায় পরিবারের সদস্যরা। প্রথমে মৃতের নাম পরিচয় না জানতে পারলেও পরে আত্রেয়ী নদী থেকে দেহটি তুলতেই তার নাম পরিচয় জানতে পারে পুলিশ।