Debt-GDP Ratio: ধারেই চলছে গোটা বিশ্ব, ১০০ টাকা উপার্জনের মধ্যে ধারই ৯৫ টাকা!
USA: ১০০ টাকা সরকারি কোষাগারে জমা পড়লে আমেরিকার বাজারে ধার ১২৫ টাকা। আন্তর্জাতিক অর্থভাণ্ডার এনিয়ে ওয়াশিংটনকে সতর্কও করেছে। আসলে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে। তাতে দেখা যাচ্ছে গোটা দুনিয়াই চলছে ধারে।
১০০ টাকা সরকারি কোষাগারে জমা পড়লে আমেরিকার বাজারে ধার ১২৫ টাকা। আন্তর্জাতিক অর্থভাণ্ডার এনিয়ে ওয়াশিংটনকে সতর্কও করেছে। আসলে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে। তাতে দেখা যাচ্ছে গোটা দুনিয়াই চলছে ধারে। সব দেশ মিলিয়ে সারা বিশ্বের ডেট-জিডিপি রেশিও এখন ৯৫। গতবছর যা ছিল ৯২। অর্থাৎ, দুনিয়ার আয় যদি ১০০ টাকা হয়, তাহলে ধার ৯৫ টাকা। কোভিডের সময় কোষাগারের ওপর চাপ বাড়ায় এই অনুপাত সর্বোচ্চ ৯৯ হয়েছিল। আমরা আবার সেদিকেই যাচ্ছি।
এই লিস্টে সবার ওপরে জাপান। ওদের ডেট-জিডিপি রেশিও ২৩০। জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় লেবার ফোর্সে তৈরি হয়েছে ঘাটতি। বাড়ছে না উত্পাদন। ফলে, ১০০ টাকা আয় করতে গিয়ে দেশটার ধার হয়ে যাচ্ছে ২৩০ টাকা। লিস্টে দু-নম্বরে সুদান। ওদেশের কারণ অবশ্য গরিবি। তাদের ডেট-জিডিপি রেশিও ২২২ ছুঁয়ে ফেলেছে।
Published on: Nov 06, 2025 05:16 PM