AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সঙ্গী হোক সুর এই অতিমারি বিজয়ে বলছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী দেবজ্যোতি মিশ্র

সঙ্গী হোক সুর এই অতিমারি বিজয়ে বলছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী দেবজ্যোতি মিশ্র

উত্‍সা হাজরা

| Edited By: সুমন মহাপাত্র

Updated on: May 27, 2021 | 5:59 PM

Share

"সঙ্গী হোক সুর" এই বিশেষ আয়োজন শুধু মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ থেকে নিলেন শিল্পী। সুর মনের গহনে প্রবেশ করে রোগ প্রশমন করতে পারে। তার মানে সঙ্গীত মনের ভিতরের অন্ধকারাচ্ছন্ন জগতে প্রবেশ করে আলোর দিশারি হয়ে ওঠে।

অতিমারির ভয়, আতঙ্ক, অনিশ্চয়তা জীবনে একটা দমবন্ধ করা পরিস্থিতি তৈরি করেছে। লকডাউন, আনলক পর্ব ঘুরে জীবন আবার বিপন্ন করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে। তা বলে কি জীবন সত্যি এভাবেই ফুরিয়ে যাবে! সুস্থ থাকতে সুরকে অবলম্বন করলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী দেবজ্যোতি মিশ্র। “সঙ্গী হোক সুর” এই বিশেষ আয়োজন শুধু মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ থেকে নিলেন শিল্পী। সুর মনের গহনে প্রবেশ করে রোগ প্রশমন করতে পারে। তার মানে সঙ্গীত মনের ভিতরের অন্ধকারাচ্ছন্ন জগতে প্রবেশ করে আলোর দিশারি হয়ে ওঠে। তাই এই বিশ্বজোড়া মন খারাপের মাঝে প্রতি সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি আর শনিবার সন্ধ্যেয় দেবজ্যোতি ও তাঁর বন্ধুরা আসছেন গাইছেন, আড্ডা দিচ্ছেন। সুরে-সুরে মোকাবিলা করছেন অতিমারীর এই কঠিন মুহূর্তগুলো

 

Published on: May 25, 2021 10:53 AM