Deepika-Ranvir Relationship, Bollywood Gossip: ব্যক্তিগত ছবি এবার জনগণের সামনে?

Deepika-Ranvir Relationship, Bollywood Gossip: ব্যক্তিগত ছবি এবার জনগণের সামনে?

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: May 17, 2024 | 11:48 PM

Bollywood: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হচ্ছে। যদিও ছবিতে তারকা দম্পতির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। তবে অনেকেরই দাবি এটা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর। ছবিতে, গর্ভবতী মাকে একটা আল্ট্রাসাউন্ডের পোলারয়েড ধরে থাকতে দেখা আছে। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি TV9বাংলা।

এ কী বললেন নীতু
অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন আলিয়া ভাট, তাই নাকি তড়িঘড়ি বিয়ে। এমনটা শোনা গিয়েছিল বহুদিন ধরেই। এবার সেই জল্পনাকেই যেন উষ্কে দিলেন শাশুড়ি মা নীতু কাপুর। বললেন বিয়ের কথা ছিল আফ্রিকায়। তবে হঠাৎই বাড়ির ছাদে বিয়ে হয়ে যায়। যদিও কারণ তিনি খোলসা করেননি, আর তাতেই একশ্রেণির মত, জল্পনাই বোধহয় সত্যি।

ঐশ্বর্যার নাম নেই!
প্রতি বারের মতো এবারেও কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন। ঐশ্বর্যার সঙ্গেই লাল গালিচায় হাঁটেন ওমর সাই, গ্রেটা গেরউইগ, নাদিন লাবাকি, আইরিন জেকবের মতো আন্তর্জাতিক তারকারা। কিন্তু বিপত্তি অন্যত্র। সমাজমাধ্যমে ওই বিভাগের যে ছবিগুলি উৎসব কর্তারা পোস্ট করেছেন, সেখানে ঐশ্বর্যার নাম উল্লেখ করা হয়নি। বিষয়টি নজরে আসতেই চটেছেন অভিনেত্রীর অনুরাগীদের একাংশ। এক জন লেখেন, ‘‘আপনারা ক্যাপশনে ঐশ্বর্যা রাই বচ্চনের নাম উল্লেখ করলেন না, যিনি কি না গ্রেটা গেরউইগের আগে থেকে কানে যাচ্ছেন!’’

কানসে নজর কাড়া উর্বশী
বিশ্ববিখ্যাত কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবের রেড কার্পেটে যাওয়ার জন্য অপেক্ষায় থাকেন বিশ্বের নামিদামি তারকারা। ৭৭তম আসরে বোল্ড রূপে ধরা দিলেন বলিউড বিউটি কুইন উর্বশী রাউতেলা। তাঁর পোশাকটি ডিজাইন করেছেন তারকা ডিজাইনার খালেদ ও মারওয়ান।

সরব মাহিরা
পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান সম্প্রতি কুয়েতের এক সাহিত্যসভায় যোগ দিয়েছিলেন। সেখানে এ কী কাণ্ড ঘটে? দর্শক আসনে বসে থাকা কিছু লোক তাঁকে লক্ষ্য করে বিভিন্ন জিনিস ছুঁড়তে থাকেন। ঘটনায় তিনি অতন্ত্য বিরক্ত হয়ে মঞ্চ থেকেই প্রতিবাদ জানান। মাহিরা বলে ওঠে, “এটা ভুল”।

দীপিকা-রণবীরের সন্তানের ছবি সামনে?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হচ্ছে। যদিও ছবিতে তারকা দম্পতির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। তবে অনেকেরই দাবি এটা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর। ছবিতে, গর্ভবতী মাকে একটা আল্ট্রাসাউন্ডের পোলারয়েড ধরে থাকতে দেখা আছে। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি TV9বাংলা।

মাতৃহারা মোনালি
১৮ দিনের লড়াই শেষ গায়িকা-অভিনেত্রী মোনালি ঠাকুরের মায়ের। মাতৃহারা গায়িকা। মোনালি এবং তাঁর দিদি মেহুলি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না, মা আর নেই। মাকে হারানোর কথা সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক) জানিয়েছেন মেহুলি। মায়ের একটি মিষ্টি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “শেকল ছিঁড়ে গেছে… অবশেষে কষ্টের অবসান… দুপুর ২ বেজে দশ মিনিটে মা স্থির হয়ে গেছে।”

খুনের তদন্তে দুই পুলিশ
তাঁর পরিচালিত সাম্প্রতিক ওয়েব সিরিজ় ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’ দর্শক মহলে নজর কেড়েছে। এর মধ্যেই নতুন ওয়েব সিরিজ়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। ‘কোর্টরুম ড্রামা’র পর এ বার জয়দীপের পাখির চোখ মফস্‌সলের পুলিশের কর্মপদ্ধতি। সিরিজের নাম মিসিং লিঙ্ক। গল্পে সাব ডিভিশনাল পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী। সাব ইন্সপেক্টরের চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু। এ ছাড়াও রয়েছেন সত্যম ভট্টাচার্য।

অবশেষে সম্পর্কে সিলমোহর

নিজের সম্পর্ক নিয়ে খুব বেশি খোলামেলা কথা বলেন না অভিনেত্রী জাহ্নবী কপূর। তবে বলিউডে কান পাতলেই শোনা যায়, শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন শ্রীদেবী-কন্যা। আকারেইঙ্গিতে অবশ্য জাহ্নবী নিজেও বুঝিয়েছেন, শিখরের সঙ্গেই প্রেমের সম্পর্কে আবদ্ধে তিনি। সম্প্রতি এক সক্ষাৎকারে শিখরকে নিয়ে বেশ মন খুলে কথা বললেন অভিনেত্রী।

আলাদা হচ্ছেন?
হলিউডের প্রথম সারির চর্চিত দম্পতির জীবনে পান থেকে চুন খসলেও চর্চা শুরু হয় । আমেরিকান পপ তারকা জেনিফার লোপেজ় ও অভিনেতা বেন অ্যাফ্লেকের সম্পর্কে জোয়ার ভাটা লেগেই রয়েছে। সূত্রের খবর, বিনোদন জগতের এই দুই মহাতারকা নাকি আলাদা থাকতে শুরু করেছেন! খবর ছড়াতেই বিচ্ছেদের জল্পনায় সরগরম নেটদুনিয়া।