Deganga Bomb Recovery: মুরগি নিয়ে পালাচ্ছিল শেয়াল, ধাওয়া করতেই এ কী খুঁজে পেল পোলট্রি ফার্মের মালিক?

Deganga Bomb Recovery: মুরগি নিয়ে পালাচ্ছিল শেয়াল, ধাওয়া করতেই এ কী খুঁজে পেল পোলট্রি ফার্মের মালিক?

আসাদ মল্লিক

|

Updated on: Jan 11, 2023 | 1:46 PM

Bomb Recovery: বারংবার বাংলার আইনব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। জেলায় জেলায় বোমা বিস্ফোরণ ও বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা।

দেগঙ্গা: শেয়াল তাড়া করতে গিয়ে উদ্ধার হল বোমা! একটা, দুটো নয়, পরপর রাখা ছ-ছ’টি তাজা বোমা। দেগঙ্গার সেকেন্দরনগর তেলিপাড়ার ঘটনায় চাঞ্চল্য। পোলট্রি ফার্ম থেকে মুখে মুরগি নিয়ে পালাচ্ছিল শেয়াল, তাকে ধাওয়া করে পুরনো বাড়িতে ঢুকেই চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দার।

ইতিপূর্বে দেগঙ্গা দুই এলাকায় বোমা বিস্ফোরণ ঘটেছে, তারপর আবারও তাজা বোমা উদ্ধার। বারংবার বোমা উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। পঞ্চায়েত ভোটের আগে বারুদের স্তূপে বাংলা? উঠছে প্রশ্ন। বাড়ির বাইরে পড়েছিল ২টি বোমা, বাড়ির ভিতরে ব্যাগে ছিল ৪টি তাজা বোমা। দেগঙ্গা থানার পুলিশ বোমাগুলোকে নিষ্ক্রিয় করেছে বলে খবর সূত্রের।

সামনে পঞ্চায়েত নির্বাচন। এমতাবস্থায় বারংবার বাংলার আইনব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। জেলায় জেলায় বোমা বিস্ফোরণ ও বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। বোমা উদ্ধারের ঘটনায় বারবার সংবাদ শিরোনামে দেগঙ্গা। ফের বোমা উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে পুলিশি সক্রিয়তাও। কারা লুকিয়ে রাখল বোমা? রাজনৈতিক উদ্দেশ্য নাকি অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে দেগঙ্গা থানার পুলিশ।