RSS-র দফতর ওড়ানোর ছক ISIS জঙ্গিদের! কোথায় বিস্ফোরণ করা হত?
ISIS Terrorists: লখনউয়ের আরএসএস দফতর উড়িয়ে দেওয়ার ছক। দিল্লির মতো লখনউতেও বিস্ফোরণের ছক ছিল। গুজরাট এটিএসের তৎপরতায় সেই প্ল্যান বানচাল হয়ে যায়। তিন আইসিস জঙ্গিকে গ্রেফতার করে গুজরাট এটিএস। ধৃত তিন আইসিস জঙ্গির মধ্যে একজন চিকিৎসকও রয়েছে।
লখনউয়ের আরএসএস দফতর উড়িয়ে দেওয়ার ছক। দিল্লির মতো লখনউতেও বিস্ফোরণের ছক ছিল। গুজরাট এটিএসের তৎপরতায় সেই প্ল্যান বানচাল হয়ে যায়। তিন আইসিস জঙ্গিকে গ্রেফতার করে গুজরাট এটিএস। জানা যায়, লখনউ, দিল্লি ও আহমেদাবাদের আরএসএসের দফতরে হামলা চালানোর প্ল্যান ছিল। ধৃত তিন আইসিস জঙ্গির মধ্যে একজন চিকিৎসকও রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিরিয়াল বিস্ফোরণের পরিকল্পনা ছিল এই জঙ্গিদের। আর কোথায় কোথায় নিশানা বানানো হয়েছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে।
Published on: Nov 21, 2025 02:20 PM
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
