Delhi Blast: দিল্লি বিস্ফোরণের গাড়ির চালকের সিটে ছিলেন ডাক্তার উমর! প্রায় ৩ ঘণ্টা কী করছিলেন?
Delhi Blast: সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে ওই ছোট গাড়ি গতি কমিয়ে লালকেল্লার কাছে সুভাষ মার্গ সিগন্যালে দাঁড়ায়। তখনই আচমকা বিস্ফোরণ ঘটে ওই গাড়িতে। ওই গাড়িতেই ছিলেন নবি। জানা যাচ্ছে, সিগন্যালে দাঁড়ানোর আগে পার্কিং লটে প্রায় তিন ঘণ্টা ঠায় দাঁড়িয়েছিল ওই গাড়ি।
নয়া দিল্লি: দিল্লি বিস্ফোরণের ছক কষা হয়েছিল অনেক আগেই। এটি পূর্ব পরিকল্পিত। তেমনটাই মনে করছেন তদন্তকারীরা। আর সেই কারণেই গাড়ি কেনাবেচার ক্ষেত্রে অনেক ছলচাতুরি করা হয়েছে। i20 অভিশপ্ত সেই গাড়ি, যেটা ঘিরে এত রহস্য, সেই গাড়ি অনেক হাত ঘুরে এসেছিল ‘আত্মঘাতী’ চিকিৎসক উমর নবির হাতে। সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে ওই ছোট গাড়ি গতি কমিয়ে লালকেল্লার কাছে সুভাষ মার্গ সিগন্যালে দাঁড়ায়। তখনই আচমকা বিস্ফোরণ ঘটে ওই গাড়িতে। ওই গাড়িতেই ছিলেন নবি। জানা যাচ্ছে, সিগন্যালে দাঁড়ানোর আগে পার্কিং লটে প্রায় তিন ঘণ্টা ঠায় দাঁড়িয়েছিল ওই গাড়ি। গাড়ির ভিতর বসেছিলেন নবি। গাড়ি থেকে এক মুহূর্তের জন্যও নামেননি। তদন্তকারীরা মনে করছেন, ডাক্তার উমর হয়তো কারোর জন্য অপেক্ষা করছিলেন। অথবা তিনি পার্কিং লটে নির্দেশের অপেক্ষা করছিলেন।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

