Red Fort Blast: এমন আরও অনেক গাড়ি আছে…! ৩০০ কেজি বিস্ফোরক কি তাতেই রাখা?

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 13, 2025 | 8:27 PM

Red Fort Blast: দিল্লি বিস্ফোরণের ঘটনায় পরতে পরতে উঠে আসছে একাধিক তথ্য। গোয়েন্দাদের বিশেষ নজরে রয়েছে আল ফলাহ বিশ্ববিদ্যালয়। সেখানে বসেই নাকি দিনের পর দিন বৈঠক করেছেন মুজাম্মিল, শাহীনরা। কিন্তু কোথায় গেল ৩০০ কেজি বিস্ফোরক।

ঘটনার পর তিনদিন কেটে গিয়েছে। এখনও বিস্ফোরণ স্থল থেকে নুমনা সংগ্রহ করা হচ্ছে। কিছু নমুনা তদন্তের জন্য রাখা হচ্ছে। কিছু নমুনা ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিস্ফোরণের আগেই কেজি কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল। কিন্তু এখনও ৩০০ কিলোগ্রাম বিস্ফোরক খুঁজছে এনআইএ।

অনুমান করা হচ্ছে, আরও বেশ কয়েকটি সেকেন্ড হ্য়ান্ড বা থার্ড হ্য়ান্ড গাড়ি কিনে রেখেছিল উমর। তারই মধ্যে কোনও গাড়িতে ওই বিস্ফোরক রাখা হয়নি তো? আবার নতুন করে কোনও বিস্ফোরণের আশঙ্কা নেই তো?

Published on: Nov 13, 2025 08:27 PM