বাংলায় ভাইয়ের বিয়েতে এসেই গ্রেফতার ডাক্তারি ছাত্র যাহ নিসার
Delhi Red Fort Blast: দিল্লির বিস্ফোরণের পর থেকেই তল্লাশি চলছে দেশ জুড়ে। এর আগে মুর্শিদাবাদে তল্লাশি চালানো হয়। একজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আর এবার উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার করা হল ডাক্তারি পড়ুয়াকে।
মায়ের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গে আসে যাহ নিসার। দিল্লির বিস্ফোরণের দিনই ট্রেনে ওঠে সে। তদন্তকারী টিম তল্লাশি চালাতে চালাতে নিসারের খোঁজ পায়। আল ফলহা ইউনিভার্সিটি থেকেই পাশ করেছে ওই ছাত্র।
জানা গিয়েছে, মায়ের সঙ্গে তুতো ভাইয়ের বিয়ে উপলক্ষে উত্তর দিনাজপুরে এসেছিল সে। ২০২৪ সালে এমবিবিএস পাশ করে ওই ছাত্র। পরিবারের দাবি, ওই ছাত্রের সঙ্গে অপরাধের কোনও যোগ নেই। দীর্ঘদিন ধরেই লুধিয়ানায় থাকত সে। শুক্রবার ভোরে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র বিশেষ টিম সূর্যাপুর বাজার চত্বর থেকে তাঁকে আটক করে।
Latest Videos

