Delhi Red Fort Blast: দিল্লিতে বিস্ফোরণ, তীব্রতা কতটা ধারণা আছে?
Delhi Red Fort Blast: তদন্ত করছে এনআইএ। তদন্তে ফরেনসিক ডিপার্টমেন্ট। বিস্ফোরণের অভিঘাত কতটা ছিল? জানা যাচ্ছে বিস্ফোরণের জেরে একাধিক দেহাংশ ছড়িয়ে গিয়েছে ১০০ মিটার থেকে ২০০ মিটার দূর পর্যন্ত। সেই দেহাংশই পরীক্ষা করেছে ফরেনসিক বিশেষজ্ঞরা।
লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন এনএসজি কম্যান্ডো থেকে এনআইএ আধিকারিক। বদলে গিয়েছে রাজধানীর ছবিটাও। এ ছাড়াও চারদিকে ঘিরে রয়েছেন দিল্লি পুলিশের আধিকারিক থেকে স্পেশাল ফোর্সের আধিকারিকরাও।
এলাকায় তদন্ত করছে এনআইএ বা ন্যাশ্নাল ইনভেস্টিগেশন এজেন্সি। তদন্তে ফরেনসিক ডিপার্টমেন্ট। বিস্ফোরণের অভিঘাত কতটা ছিল? জানা যাচ্ছে বিস্ফোরণের জেরে একাধিক দেহাংশ ছড়িয়ে গিয়েছে ১০০ মিটার থেকে ২০০ মিটার দূর পর্যন্ত। সেই দেহাংশই পরীক্ষা করেছে ফরেনসিক বিশেষজ্ঞরা। এ ছাড়াও ছড়িয়েছে একাধিক গাড়ির ধাতব অংশও। বিস্ফোরণের অভিঘাতে সে রাতে কেঁপে উঠেছিল ১ কিলোমিটার দূরের এলাকাও।