Delhi Red Fort Blast: দিল্লি বিস্ফোরণে পুলওয়ামা যোগ! বেরিয়ে আসছে বিস্ফোরক তথ্য
Delhi Red Fort Blast: জানা গিয়েছে পুলওয়ামার বাসিন্দা তারিককে গাড়ি বিক্রি করা হয়েছিল। রয়্যাল কার জোন নামের এক সংস্থা থেকে গাড়ি কিনেছিল ওই ব্যক্তি। একই সঙ্গে এই সূত্রে আসছে ফরিদাবাদও। ফলে দিল্লি, পুরওয়ামা ও ফরিদাবাদ, চলে আসছে একই সরলরেখায়।
দিল্লি বিস্ফোরণে পুলওয়ামা যোগ। জানা গিয়েছে পুলওয়ামার বাসিন্দা তারিককে গাড়ি বিক্রি করা হয়েছিল। রয়্যাল কার জোন নামের এক সংস্থা থেকে গাড়ি কিনেছিল ওই ব্যক্তি। একই সঙ্গে এই সূত্রে আসছে ফরিদাবাদও। ফলে দিল্লি, পুরওয়ামা ও ফরিদাবাদ, চলে আসছে একই সরলরেখায়।
একাধিক হাত ঘুরে এই গাড়িটি পৌঁছায় গুরুগ্রামের বাসিন্দা নাদিম খানের হাতে, জানা গিয়েছে পুলিশ সূত্রে। গাড়িটি সিগন্যালের কাছে যখনই বিস্ফোরণ হোয়, তখন এক ভয়াবহ কম্পন অনুভূত হয়। যা বোঝা যায় প্রায় ১ কিলোমিটার দূর পর্যন্ত। মৃত্যু হয় একাধিক ব্যক্তির। রাস্তায়, গাড়ির বনেটে ছিটকে গিয়ে পড়ে ছিন্নভিন্ন দেহ।
Published on: Nov 12, 2025 04:31 PM