Dharmendra: শ্মশানে সানি-ববি, ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানাতে কে কে এলেন?
Dharmendra Demise: গত ১১ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল ধর্মেন্দ্রকে। তখনই তাঁর মৃত্যুর খবর রটে গিয়েছিল। পরে পরিবারের তরফে জানানো হয়, সেই খবর ভুয়ো। তবে এবার মনে হচ্ছে, খবরটা আর মিথ্যা নয়। সত্যিই প্রয়াত হয়েছেন বলিউডের হি-ম্যান, ধর্মেন্দ্র।
তবে কি সত্যিই অঘটন ঘটে গেল? মুম্বইয়ের ভিলে পার্ল শ্মশানঘাটে হেমা মালিনী, সানি দেওল, ববি দেওল, এষা দেওল। তবে কি ধর্মেন্দ্রকে নিয়ে কোনও খারাপ খবর? অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খান সকলেই পৌঁছে গিয়েছেন। জল্পনা ধর্মেন্দ্রর মৃত্যু ঘিরে। এর আগে গত ১১ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল ধর্মেন্দ্রকে। তখনই তাঁর মৃত্যুর খবর রটে গিয়েছিল। পরে পরিবারের তরফে জানানো হয়, সেই খবর ভুয়ো। তবে এবার মনে হচ্ছে, খবরটা আর মিথ্যা নয়। সত্যিই প্রয়াত হয়েছেন বলিউডের হি-ম্যান, ধর্মেন্দ্র।
Published on: Nov 24, 2025 02:39 PM
Latest Videos
