Fire in Kolkata: বিশ্ববাংলা গেটের কাছে পেট্রোল ট্যাঙ্কারে বিধ্বংসী আগুন!

| Edited By: জয়দীপ দাস

Nov 14, 2025 | 8:05 PM

Kolkata: ছুটে গেলেন নিউ টাউন থানা নিউ টাউন ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরাও। এলাকায় গেলেন বিধাননগরের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও। এলাকা সূত্রে খবর, এদিন বিকালেই যখন ট্যাঙ্কারটি তেল দেওয়ার জন্য নিউ টাউন বাস স্ট্যান্ড সংলগ্ন পাম্পে এসেছিল তখনই ঘটে যায় এই ঘটনা।

কলকাতা: নিউটাউনে বিশ্ব বাংলা গেটের কাছে পেট্রোল পাম্পের সামনেই ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লেগে গেল তেলের ট্যাঙ্কারে। চালকের তৎপরতাই এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে গেল দমকলের একাধিক ইঞ্জিন। ছুটে গেলেন নিউ টাউন থানা নিউ টাউন ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরাও। এলাকায় গেলেন বিধাননগরের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও। এলাকা সূত্রে খবর, এদিন বিকালেই যখন ট্যাঙ্কারটি তেল দেওয়ার জন্য নিউ টাউন বাস স্ট্যান্ড সংলগ্ন পাম্পে এসেছিল তখনই ঘটে যায় এই ঘটনা।