IndiGo Flight Disrupted: চাপের মুখে প্রত্য়াহার নয়া নিয়ম, তৈরি হয়েছে পাইলট সঙ্কট

|

Dec 05, 2025 | 6:06 PM

IndiGo Flight Disruption: চলতি সপ্তাহের শুরু থেকে ইন্ডিগো ঘিরে তৈরি হয়েছে অচলাবস্থা। মঙ্গলবার থেকে বাতিল একের পর এক বিমান। যার জেরে তুঙ্গে যাত্রী সঙ্কট। বৃহস্পতিবারও ৫৫০-এর বেশি বিমান বাতিল করতে বাধ্য় হয়েছে সংশ্লিষ্ট সংস্থা। তারপরই নয়া নিয়মে বদল আনল ডিজিসিএ।

নয়াদিল্লি: চাপের মুখে পড়ে নয়া নিয়ম প্রত্য়াহার করল ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (DGCA)। তাদের তৈরি নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন নীতির একটি অংশ সাময়িক ভাবে প্রত্যাহার করল সংস্থা।

চলতি সপ্তাহের শুরু থেকে ইন্ডিগো ঘিরে তৈরি হয়েছে অচলাবস্থা। মঙ্গলবার থেকে বাতিল একের পর এক বিমান। যার জেরে তুঙ্গে যাত্রী সঙ্কট। বৃহস্পতিবারও ৫৫০-এর বেশি বিমান বাতিল করতে বাধ্য় হয়েছে সংশ্লিষ্ট সংস্থা। তারপরই নয়া নিয়মে বদল আনল ডিজিসিএ। কারণ, সেই নিয়মের জেরেই তীব্র ভাবে তৈরি হয়েছিল পাইলট সঙ্কট। বাতিল হয়েছে শয়ে শয়ে বিমান।