Akhilesh Yadav: দিদি ইডিকে হারিয়েছেন, বিজেপিকেও হারাবেন: অখিলেশ

| Edited By: Avra Chattopadhyay

Jan 27, 2026 | 11:46 PM

Akhilesh Yadav News: জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এদিন নিজের স্ত্রী ডিম্পল যাদবকে সঙ্গে করেই বাংলায় আসেন সপা প্রধান। কলকাতা বিমানবন্দরে নেমেই সরব হন আইপ্যাককাণ্ডে। কাঠগড়ায় তোলেন বিজেপিকে।

দিদি ইডিকেও হারিয়েছেন, বিজেপিকেও হারাবেন। সোমবার সন্ধ্যায় পারিবারিক কাজে কলকাতায় এসে বললেন সপা প্রধান অখিলেশ যাদব। পাশাপাশি জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এদিন নিজের স্ত্রী ডিম্পল যাদবকে সঙ্গে করেই বাংলায় আসেন সপা প্রধান। কলকাতা বিমানবন্দরে নেমেই সরব হন আইপ্যাককাণ্ডে। কাঠগড়ায় তোলেন বিজেপিকে।

অখিলেশের কথায়, ‘বাংলা থেকে মানবতা এবং সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছিল। সেখানে এই হিংসার রাজনীতি কাজ করবে না। দিদির কাছে ইডিও হেরেছে। পেনড্রাইভের যন্ত্রণা বিজেপি ভুলতে পারেনি। তাই আমি বলতে পারি, বিজেপিও এখানে হারবে।’