Purulia News: পরিষেবা না পেয়ে মৃত্যু রেলযাত্রীর

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 15, 2023 | 8:38 PM

রাত্রি ১২টার সময় মধুপুর রেল ষ্টেশনের আগে অসুস্থবোধ করেন ৭১বছরের বৃদ্ধ কৃষ্ণ মুরারী সিং। ট্রেন মধুপুর স্টেশনে আসার পর বেশ কিছুক্ষণ পরেই চিকিৎসক আসেন। অসুস্থ কৃষ্ণা মুরারী সিংকে দেখার পর পরিবারকে জানানো হয় কিছুই হয়নি গ্যাস হয়েছে, অভিযোগ গ্যাসের ট্যাবলেট দিয়ে তাদেরকে ওই ট্রেনেই রওনা করিয়ে দেওয়া হয়। ভোর রাতে আবারো অসুস্থবোদ করেন কৃষ্ণ মুরারি সিং

ট্রেনের বৃদ্ধ অসুস্থ যাত্রীর চিকিৎসা তো হয়ইনি। উপরন্তু চিকিৎসার নাম করে করে ২০০ টাকা হাতিয়ে নিয়েছে রেল। ঘটনার সূত্রপাত ঝাড়খণ্ডের মধুপুর স্টেশনে হলেও তার মর্মান্তিক সমাপ্তি হল পুরুলিয়া রেল ষ্টেশনে। গতকাল রাত্রি সাড়ে ৮টায় বিহারের রাজেন্দ্রনগর থেকে রায়পুরের উদ্দেশ্যে১৩২৮৮ এক্সপ্রেসে বিক্রমজিত সিংহ পরিবারের সদস্যদের নিয়ে রওনা দেন,সঙ্গে ছিলেন ৭১বছরের বৃদ্ধা বাবা কৃষ্ণা মুরারি সিং ও। এসি ৩ টায়ারের বি ৬ কামরায় তাদের রিজার্ভেশন ছিলো। রাত্রি ১২টার সময় মধুপুর রেল ষ্টেশনের আগে অসুস্থবোধ করেন ৭১বছরের বৃদ্ধ কৃষ্ণ মুরারী সিং। ট্রেন মধুপুর স্টেশনে আসার পর বেশ কিছুক্ষণ পরেই চিকিৎসক আসেন। অসুস্থ কৃষ্ণা মুরারী সিংকে দেখার পর পরিবারকে জানানো হয় কিছুই হয়নি গ্যাস হয়েছে, অভিযোগ গ্যাসের ট্যাবলেট দিয়ে তাদেরকে ওই ট্রেনেই রওনা করিয়ে দেওয়া হয়। ভোর রাতে আবারো অসুস্থবোদ করেন কৃষ্ণ মুরারি সিং। সকাল সাড়ে ৬টায় পুরুলিয়া ষ্টেশনে ট্রেন আসার পর ট্রেন থেকে নামানো হয় চিকিৎসকদের খবর দেওয়া হলে বেশ কিছুক্ষন পর চিকিৎসক এলে কৃষ্ণ মুরারী সিংকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অভিযোগ মধুপুরে কোনো চিকিৎসায় হয়নি।২০০ টাকা নিয়ে চলে যায় রেলের ডাক্তার। ট্রেনে কোনরকম কোন পরিষেবা পাননি তারা। দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া জিআরপিতে পাঠানো হয়। এই পরিস্থিতিতে রেলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা।