Dilip Ghosh: ‘তৃণমূলের প্রচারক, ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Nov 15, 2024 | 6:01 PM

রাজ্যে ঘটে চলা একের পর এক দুর্নীতি নিয়েও সরব দিলীপ ঘোষ। প্রসঙ্গ টানলেন সাম্প্রতিক ট্যাব কেলেঙ্কারিরও। তিনি বলেন, 'এই ঘটনা সবে শুরু হয়েছে, এখনও অনেক দিন চলবে এই ঘটনা। এইসব ঘটনা পশ্চিমবঙ্গে নতুন কিছু না। গরিব ছাত্রদের ভবিষ্যতের জন্য লোভ দেখিয়ে তাঁদের টাকা মেরে দেওয়ার মতো ঘটনা একমাত্র পশ্চিমবঙ্গেই ঘটতে পারে।'

বাঁকুড়া: রাজ্য়ের ৬ টি কেন্দ্রে শেষ হয়েছে বিধানসভা উপনির্বাচন। ভোট পরবর্তী সাক্ষাৎকারে রাজ্যের সরকার ও তার ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। বিধানসভা উপনির্বাচনে বাঁকুড়া ও তালডাংরায় হওয়া অশান্তি নিয়েও মুখ খোলেন তিনি। জানালেন, বুথ থেকে বার করে দেওয়া হয়েছিল খোদ এমপিকেই। পাশাপাশি, রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীরা যে পশ্চিমবঙ্গে সন্ত্রাস চালাচ্ছে, সেই সম্পর্কে সরকারের উদাসীনতার কথাও তিনি বলেন।

রাজ্যে ঘটে চলা একের পর এক দুর্নীতি নিয়েও সরব দিলীপ ঘোষ। প্রসঙ্গ টানলেন সাম্প্রতিক ট্যাব কেলেঙ্কারিরও। তিনি বলেন, ‘এই ঘটনা সবে শুরু হয়েছে, এখনও অনেক দিন চলবে এই ঘটনা। এইসব ঘটনা পশ্চিমবঙ্গে নতুন কিছু না। গরিব ছাত্রদের ভবিষ্যতের জন্য লোভ দেখিয়ে তাঁদের টাকা মেরে দেওয়ার মতো ঘটনা একমাত্র পশ্চিমবঙ্গেই ঘটতে পারে।’