Dilip on Geeta path: গীতাপাঠে দিলীপ, সুর চড়ালেন হুমায়ুনের বিরুদ্ধে
Dilip Ghosh: শেষ লোকসভা ভোটের আগে হয়েছিল গীতাপাঠ, এবার হল বিধানসভা ভোটের আগে। তাও আবার ৫ লক্ষ কণ্ঠে। দেখা গেল এক ঝাঁক পদ্ম নেতাদের। দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। সেখান থেকেই সুর চড়ালেন হুমায়ুন কবীরের বিরুদ্ধে।
কলকাতা: দু’বছর পর আবারও ব্রিগেডে গীতাপাঠ। শেষ লোকসভা ভোটের আগে হয়েছিল গীতাপাঠ, এবার হল বিধানসভা ভোটের আগে। তাও আবার ৫ লক্ষ কণ্ঠে। দেখা গেল এক ঝাঁক পদ্ম নেতাদের। দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। সেখান থেকেই সুর চড়ালেন হুমায়ুন কবীরের বিরুদ্ধে। তোপ দাগলেন তাঁর নতুন দল ঘোষণা নিয়ে। রীতিমতো সুর চড়িয়ে তিনি বলেন, “গতবারও আইএসএফ বলে একটা দল হয়েছিল। তাদের অস্তিত্ব ভারতবর্ষে কোথাও দেখলেন? এবার হুমায়ুন কবীর করছেন। ভাগ-বাটোয়ারা কম হলে এই সব সমস্যা হয়।”
Published on: Dec 07, 2025 03:06 PM

