Dilip Ghosh: ‘কেষ্ট আছে বলে TMC আছে’, কেন বললেন দিলীপ?
বোলপুরের অনুব্রত মণ্ডল অডিয়ো বিতর্কে বিজেপির দিলীপ ঘোষ কড়া আক্রমণ ছুঁড়ে দেন তৃণমূল নেতৃত্বের দিকে। তিনি বলেন, “কেষ্ট আছে বলে তৃণমূল আছে” । এই শ্বাসরুদ্ধকর মন্তব্যে দিলীপ দাবি করেন, তৃণমূল ক্ষমতাসীন দল হিসেবে কেষ্টের মতো নেতাদের উপস্থিতির ওপর দাঁড়িয়েছে। অডিয়ো ভাইরাল হওয়ার পর শোরগোল শুরু হয় বোলপুর তথা গোটা রা়্জ্যে। এমনকি হাওড়ায় মহিলারা প্রতিবাদে বিক্ষোভও […]
বোলপুরের অনুব্রত মণ্ডল অডিয়ো বিতর্কে বিজেপির দিলীপ ঘোষ কড়া আক্রমণ ছুঁড়ে দেন তৃণমূল নেতৃত্বের দিকে। তিনি বলেন, “কেষ্ট আছে বলে তৃণমূল আছে” । এই শ্বাসরুদ্ধকর মন্তব্যে দিলীপ দাবি করেন, তৃণমূল ক্ষমতাসীন দল হিসেবে কেষ্টের মতো নেতাদের উপস্থিতির ওপর দাঁড়িয়েছে।
অডিয়ো ভাইরাল হওয়ার পর শোরগোল শুরু হয় বোলপুর তথা গোটা রা়্জ্যে। এমনকি হাওড়ায় মহিলারা প্রতিবাদে বিক্ষোভও করেন। দিলীপ মন্তব্য করেন, “অনুব্রত মণ্ডলের গালে গালাগাল আর হুমকি…” তিনি আরও কটাক্ষ করেন, তৃণমূল “ডবল স্ট্যান্ডার্ড” চালাচ্ছে , যেখানে তাঁদের নেতাদের বিতর্কিত বক্তব্যে চুপ থাকলেও বিরোধীদের একই আচরণে তীব্র প্রতিক্রিয়া দেয়। এদিন দিলীপ বলেন, “কেষ্ট আছে বলে তৃণমূল আছে”, কেন বললেন তিনি? দেখুন ভিডিয়ো।