AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাজের মাসি নিয়ে সোজা কথা দীপ্সিতার

উত্‍সা হাজরা

|

Updated on: May 07, 2021 | 9:52 AM

Share

হাওড়া জেলার বালিতে বাড়ি সিপিএম নেত্রী তরুণী দীপ্সিতা ধরের। করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলাতেও কোমর বেঁধে নেমে পড়েছেন তিনি। নির্বাচনের ফল যাই হোক না কেন, মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর বলে জানাচ্ছেন এই তরুণ বাম-নেত্রী।

বাড়িতে যিনি কাজ করেন তিনি মূক ও বধির। ছোট ছেলেকে দিদা লেখাপড়া করান। বাড়িতে মাদুরে বসে দীপ্সিতার সঙ্গে আড্ডা দিলেন TV9 বাংলার সাংবাদিক প্রীতম দে। ডাকনাম, পোষ্য বেড়াল, প্রথম বক্তৃতা, নাচ… সঙ্গে উপরি পাওনা মমতা বন্দোপাধ্যায়ের কবিতা আবৃত্তি। হাওড়া জেলার বালিতে বাড়ি সিপিএম নেত্রী তরুণী দীপ্সিতা ধরের। পরিবারের সকলেই রাজনীতির সঙ্গে যুক্ত। বাম রাজনীতির পরিচিত নাম প্রয়াত পদ্মনিধি ধর এই পরিবারেরই মানুষ। বালি কেন্দ্র থেকে এবারের সংযুক্ত মোর্চার প্রার্থী দীপ্সিতা। জেএনইউ-এর ছাত্রী। নতুন মুখের ভিড়ে অবশ্যই উজ্জ্বল মুখ। এবার এক ঝাঁক নতুন মুখ, বাম-রাজনীতির নতুন তরুণ কমরেডদের প্রার্থী করেছিল বাম নেতৃত্ব। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রচারে ও ব্যাপক সাড়া মিলেছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে না পারলেও সবার আগে এবং সবার থেকে অন্যরকম জনপ্রতিনিধি হিসেবে অবশ্যই নাম আসবে দীপসিতা ধরের। করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলাতেও কোমর বেঁধে নেমে পড়েছেন তিনি। নির্বাচনের ফল যাই হোক না কেন, মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর বলে জানাচ্ছেন এই তরুণ বাম-নেত্রী।