শাহরুখ ক্রাশ, রাজনীতি প্রথম প্রেম, মমতার জেদ শিক্ষনীয়: দীপ্সিতা ধর
রণে এবং প্রণয়ে, কৌশলে কোন আলো জ্বালাতে চলেছেন এসএফআই (SFI) নেত্রী?
আশুতোষ কলেজ থেকে জেএনইউ (JNU)। এসএফআইয়ের সর্বভারতীয় নেতৃত্ব। ছাত্রযুবর লড়াইয়ে সামনের সারির ‘কমরেড’। দীপ্সিতা ধর এবার সংসদীয় রাজনীতিতে, একেবারে সক্রিয়ভাবে। লড়ছেন বঙ্গযুদ্ধে। বালি বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী দীপ্সিতা। লড়াই তৃণমূল প্রার্থী চিকিৎসক রানা চ্যাটার্জির বিরুদ্ধে। লড়াই প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা এবারের পদ্মপ্রার্থী বৈশালী ডালমিয়ার সঙ্গেও। অধুনা ‘লালগড়’ বালি কি পুনরুদ্ধার করতে পারবেন এই তরুণ তুর্কি? পথে প্রচারে TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অকপট দীপ্সিতা ধর (Dipsita Dhar)। রণে এবং প্রণয়ে, কৌশলে কোন আলো জ্বালাতে চলেছেন এসএফআই নেত্রী?
Published on: Apr 02, 2021 08:29 PM