Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dividend: ডিভিডেন্ড, বোনাস, স্প্লিট! সব মিলিয়ে বড় খবর!

Dividend: ডিভিডেন্ড, বোনাস, স্প্লিট! সব মিলিয়ে বড় খবর!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Mar 27, 2025 | 12:19 AM

TVS: টিভিএস মোটরসের মার্কেট ক্যাপিটালাইজেশন ১ লক্ষ ১৪ হাজার ৮৬২ কোটি টাকা। সংস্থার শেয়ার প্রতি আয় ৪১.৫৬ টাকা।

আজ ডিভিডেন্ড দেবে দু’টি সংস্থা। টিভিএস মোটরস ও REC লিমিটেড। আজ শেয়ার প্রতি ১০ টাকা ডিভিডেন্ড দেবে টিভিএস মোটরস। ২৬ মার্চ দিনের শুরুতে ২ হাজার ৪১৫ টাকায় মার্কেটে বিকিকিনি শুরু হয় এই শেয়ারের। টিভিএস মোটরসের মার্কেট ক্যাপিটালাইজেশন ১ লক্ষ ১৪ হাজার ৮৬২ কোটি টাকা। সংস্থার শেয়ার প্রতি আয় ৪১.৫৬ টাকা। আর এর কারণে সংস্থার পিই রেশিও হয়ে যায় ৫৮.১৭, যা এই সেক্টরের গড় পিই-র তুলনায় প্রায় ৩ গুণ। উল্লেখ্য, শেষ ত্রৈমাসিকে সংস্থার রেভেনিউ সামান্য কমেছে। যদিও বেড়েছে সংস্থার লাভের অঙ্ক।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।