Do Not Smoke in Train and Aeroplane: ট্রেনে এবং বিমানে ধূমপান করলেই বিপদ!
সিগারেট খাওয়া স্বাস্থের জন্য ক্ষতিকর। ফ্লাইটে ধূমপান করলে আপনার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা হতে পারে। বিমানে একজনকে দেখা গেছে সিগারেট খেতে। বিমানটি টেক-অফের পর তিনি গ্রেফতার হন। বিমানে সিগারেট খেলে জেল পর্যন্ত হতে পারে। ফ্লাইটে ভুলেও সিগারেট খাবেন না।
সিগারেট খাওয়া স্বাস্থের জন্য ক্ষতিকর। ফ্লাইটে ধূমপান করলে আপনার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা হতে পারে। বিমানে একজনকে দেখা গেছে সিগারেট খেতে। বিমানটি টেক-অফের পর তিনি গ্রেফতার হন। বিমানে সিগারেট খেলে জেল পর্যন্ত হতে পারে। ফ্লাইটে ভুলেও সিগারেট খাবেন না।
এমনকি আপনাকে ৩ মাস থেকে ২ বছর বিমানে ভ্রমণ করতে না দিতে পারে। কালো তালিকায় আপনার নাম চলে যেতে পারে। ধূমপান ট্রেনে করাও নিষিদ্ধ। ট্রেনে ধূমপান করলে বিপদে পরতে পারেন আপনি। ট্রেনে ধূমপান করলে জরিমানা হতে পারে ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত। পাবলিক প্লেসে সিগারেট খান? আপনার সিগারেট খাওয়ার জন্য আপনার পাশে থাকা যাত্রীর সমস্যা হতে পারে। ধূমপান করলে স্মোকিং জোনে গিয়ে খান।
Latest Videos