Remote Smart Bulb: রিমোট কন্ট্রোল স্মার্ট বাল্বে গান, ওয়াইফাই…
Smart Gadgets: স্মার্ট এলইডি এমন একটা বাল্ব যাতে আছে বেশ কিছু ফিচার। প্রথমত আলোর রঙ ইচ্ছেমতো পরিবর্তন করা যায় এই বাল্বে । আলোর দীপন মাত্রা ও রঙ পরিবর্তন করার জন্য এই ধরনের এলইডি বাল্ব রিমোট কন্ট্রোল করা যায়।
স্মার্ট এলইডি এমন একটা বাল্ব যাতে আছে বেশ কিছু ফিচার। প্রথমত আলোর রঙ ইচ্ছেমতো পরিবর্তন করা যায় এই বাল্বে । আলোর দীপন মাত্রা ও রঙ পরিবর্তন করার জন্য এই ধরনের এলইডি বাল্ব রিমোট কন্ট্রোল করা যায়। একটু দামী স্মার্ট এলইডি বাল্বে থাকে স্পিকার । ব্লুটুথ এবং ওয়াইফাই এর সঙ্গে সংযুক্ত করা যায় এই বাল্বকে । গুগল প্লে স্টোরের সঙ্গেও একে যুক্ত করা যায় । সাধারণ এলইডি বাল্ব ৫০ থেকে ২০০ টাকার মধ্যে পাওয়া যায়।
সাধারণ এলইডি বাল্ব শুধুমাত্র সাদা আলো দেয় । তবে মাল্টি কালার্ড স্মার্ট এলইডি বাল্বের দাম একটু বেশি । এগুলোর দাম শুরু হয় ৩০০ টাকা থেকে, ৫০০ বা ১০০ টাকা দামের বাল্বও রয়েছে । ফিচার অনুযায়ী দাম বাড়ে এই বাল্বের । একটু বেশি দামের বাল্বের ভিতরেই থাকে অডিও স্পিকার । বাল্বের রঙিন আলো, সঙ্গে গান । একদম পার্টি পারফেক্ট তাই না?