Hilsa Recipe: কখনও খেয়েছেন ‘কলাপাতায় ইলিশ ভাজা’? জেনে নিন কীভাবে বানাবেন এই পদ

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Aug 12, 2023 | 7:46 PM

Hilsa Recipe: ইলিশ মাছের নানা পদ বাঙালির খুব প্রিয়। ইলিশের ভাপা থেকে শুরু করে পাতুরি ৮ থেকে ৮০ সবারই খুব পছন্দের। কিন্তু কখনও কি খেয়েছেন ‘কলাপাতায় ইলিশ ভাজা’? জেনে নিন কীভাবে বানাবেন এই পদ।

ইলিশ মাছের নানা পদ বাঙালির খুব প্রিয়। ইলিশের ভাপা থেকে শুরু করে পাতুরি ৮ থেকে ৮০ সবারই খুব পছন্দের। কিন্তু কখনও কি খেয়েছেন ‘কলাপাতায় ইলিশ ভাজা’? জেনে নিন কীভাবে বানাবেন এই পদ। প্রথমে রসুন, শুকনো লঙ্কা ও সাদা সরষে বেটে নিন।
ইলিশ মাছে মাখিয়ে নিন বেটে রাখা মশলা। এর সঙ্গে মেশাতে হবে লঙ্কা,হলুদ ও ধনে গুঁড়ো, পরিমাণমত নুন ও সরষের তেল। ধুয়ে নিন কলাপাতা। কলাপাতা কেটে নিয়ে সেঁকে নিন গরম তাওয়ায়। কড়াইতে দিন সেঁকে রাখা কলাপাতা। সেখানে ৫ টেবিল চামচ সরষের তেল দিন।
তারপর ইলিশের পিসগুলো দিতে হবে। ইলিশের পিসগুলো ঢিমে আঁচে ঢেকে রাখুন । ঢাকা খুলে কয়েক মিনিট পর মাছের অন্য দিকটা ভাজুন।
অল্প আঁচে মাছগুলো ভাজতে হবে। গরম ভাতের সঙ্গে কলাপাতায় ইলিশ ভাজা খেতে বেশ ভাল লাগে।