SIR-এর Enumeration Form কোন কালিতে ভরবেন জানেন?
SIR, Enumeration Form: আর কোন ভাষায় ফর্ম ফিলআপ করবেন আপনি? আপনার ফর্ম যদি বাংলায় থাকে, অর্থাৎ আপনার ফর্মে যদি নির্বাচকের নাম, আত্মীয়ের নাম: এই ভাবে থাকে, তাহলে আপনাকে সেই ফর্ম বাংলায় ফিলআপ করা বাঞ্ছনীয়।
এসআইআরের এনুমারেশন ফর্ম কোন ভাষায় ফর্ম ফিলআপ করবেন আপনি? এখানে জানিয়ে রাখা ভাল কালো বল পয়েন্ট পেন এই ক্ষেত্রে সবচেয়ে ভরসাযোগ্য। আর এর ঠিক পরই আসে নীল কালির বল পয়েন্ট পেন। শুধু এসআইআর কেন, যে কোনও ফর্ম ফিলআপের সময়ই কালো বা নীল ছাড়া অন্য কোনও কালি বা বল পয়েন্ট পেন ছাড়া অন্য কোনও ধরনের পেন ব্যবহার করা একেবারেই উচিত নয়।
আর কোন ভাষায় ফর্ম ফিলআপ করবেন আপনি? আপনার ফর্ম যদি বাংলায় থাকে, অর্থাৎ আপনার ফর্মে যদি নির্বাচকের নাম, আত্মীয়ের নাম: এই ভাবে থাকে, তাহলে আপনাকে সেই ফর্ম বাংলায় ফিলআপ করা বাঞ্ছনীয়।
Published on: Nov 20, 2025 06:39 PM
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

