World Quietest Animal: বিশ্বের সবচেয়ে শান্ত প্রাণী!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 03, 2023 | 12:08 PM

জানেন কি বিশ্বের সব থেকে শান্ত প্রাণী কোনটি? এই তালিকায় সবার প্রথমে আছে জেলিফিস। এই প্রাণীটি কোনও আওয়াজ করে না। আবেগ প্রকাশ করে সাংকেতিকভাবে।

জানেন কি বিশ্বের সব থেকে শান্ত প্রাণী কোনটি? এই তালিকায় সবার প্রথমে আছে জেলিফিস। এই প্রাণীটি কোনও আওয়াজ করে না। আবেগ প্রকাশ করে সাংকেতিকভাবে। দীর্ঘ ঘাড় বিশিষ্ট প্রাণীটি হল জিরাফ। দীর্ঘ আকার হলেও জিরাফ খুবই শান্ত। প্রজাপতিকে দেখতে খুব সুন্দর । এই পতঙ্গ আওয়াজ করতে পারে কিনা তা এখনও স্পষ্ট না। প্রজাপতি খুবই শান্ত স্বভাবের পতঙ্গ। কচ্ছপ খুব শান্ত স্বভাবের প্রাণী। অনেকেই ভাবেন কচ্ছপ আওয়াজ করতে পারে না। কিন্তু একথা ঠিক না। কচ্ছপের শব্দ খুবই ক্ষীণ, তাই মানুষ শুনতে পারে না। শান্ত স্বভাবের প্রাণী শামুকও। এই প্রাণী খুবই ভীতু। খরগোশ শান্ত হলেও খুব চালাক। দ্রুত গতির প্রাণীর তালিকায় নাম আছে খরগোশের। হাঙর ও মাকড়শার নাম আছে শান্ত প্রাণীর তালিকায়। যদিও সমুদ্রে শিকারি প্রাণী হিসেবে হাঙরের নাম উঠে আসে। কাঁকড়াও কোনও আওয়াজ করতে পারে না। এরা শুধু সাংকেতিকভাবে আবেগ প্রকাশ করে।

Published on: Sep 03, 2023 12:06 PM
Sourav Ganguly Biopic: রণবীর কাপুর নন, সৌরভের বায়োপিকে কে?
Weight Loss Tips: দ্রুত ওজন কমাবেন কীভাবে?
Sourav Ganguly Biopic: রণবীর কাপুর নন, সৌরভের বায়োপিকে কে?
Weight Loss Tips: দ্রুত ওজন কমাবেন কীভাবে?